ফুল ওয়াটারপ্রুফ এবং 6000mAh ব্যাটারি সহ নতুন Vivo Y400 5G ফোনের আজ প্রথম সেল, জানুন দাম এবং অফার

Updated on 07-Aug-2025

Vivo Y400 5G স্মার্টফোনের আজ 7 অগাস্ট প্রথম সেল রাখা হয়েছে। মিড রেঞ্জ সেগামেন্টের নতুন ভিভো ওয়াই৪০০ ৫জি ফোনটি ফুল ওয়াটারপ্রুফ, ফাস্ট চার্জিং, বড় ব্যাটারি, AMOLED ডিসপ্লে এবং ডুয়াল 5G সাপোর্ট সহ আসে। আসুন জেনে নেওয়া যাক ভিভো ওয়াই৪০০ ৫জি ফোনের দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

ভারতে Vivo Y400 5G ফোনের দাম কত এবং সেল অফার

দামের কথা বললে, ভিভো ওয়াই৪০০ ৫জি ফোনটি 21,999 টাকার শুরুর দামে ভারতে লঞ্চ হয়েছে। এই দামে ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি কেনা যাবে। এছাড়া ফোনের 8GB RAM+256GB স্টোরেজ মডেল 23,999 টাকা দামে আসে। লেটেস্ট ভিভো ফোনের বিক্রি দুপুর 12টায় আজ Flipkart, Amazon, ভিভো ইন্ডিয়া ই-স্টোর সহ অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।

আরও পড়ুন: Vodafone Idea Vi লঞ্চ করল নতুন প্ল্যান, একটি রিচার্জে পুরো পরিবার পাবেন আনলিমিটেড ইন্টারনেট, কল এবং OTT সুবিধা

প্রিবুকিং করা গ্রাহকরা SBI, DBS, IDFC, Yes, Bobcard এবং Federal ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 10 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।

ভিভো ওয়াই৪০০ ৫জি ফোনের স্পেসিফিকেশন কী রয়েছে

ভিভো ওয়াই৪০০ ৫জি ফোনটি 6.67-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া যা 120Hz রিফ্রেশ রেট এবং 1800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্মার্টফোনে বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া।

পারফরম্যান্সের ক্ষেত্রে ভিভো ওয়াই৪০০ ৫জি ফোনটি Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেটে কাজ করে। এটি 8GB LPDDR4X RAM এবং 256GB UFS 3.1 পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।

ফটোগ্রাফির ক্ষেত্রে, ভিভো ওয়াই৪০০ ৫জি ফোনটি ডুয়াল ক্যামেরা সেটআপ সহ আসে। এটি 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

পাওয়ার দিতে ভিভো ওয়াই৪০০ ৫জি ফোনে দেওয়া হয়েছে 6000mAh ব্যাটারি, যা 90W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: 7000 টাকার কম দামে দুর্দান্ত ফিচার সহ তিনটি দুর্দান্ত LED TV, সবচেয়ে সস্তা 5 হাজার টাকার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :