Vivo X300 Pro and Vivo X300 Phone sale in India Check price offers
Vivo X300 series ভারতে আগামী মাসে 2 ডিসেম্বর লঞ্চ হতে চলেছে। আপকামিং লাইনআপ যা গত মাসে চীনে চালু করা হয়েছে, দুটি মডেলে আসতে পারে। ভিভো এক্স300 সিরিজের আওতায় দুটি ফোন Vivo X300 এবং X300 Pro আসবে বলে জানা গেছে। তবে লঞ্চের আগেই ভিভো এক্স300 এবং এক্স300 প্রো দুটি ফোনের দাম লিক করে দিয়েছে একজন টিপস্টার। অনুমান করা হচ্ছে যে ভিভো ফোনের স্ট্যান্ডার্ড মডেলের দাম OnePlus 15 এবং Oppo Find X9 এর সমান হবে। পাশাপাশি, এক্স300 প্রো ফোনের দাম Oppo Find X9 Pro এর দামের বরাবর হতে পারে।
টিপস্টার অভিষেক যাদব এর লেটেস্ট X পোস্ট অনুযায়ী, ভিভো এক্স300 ফোনের দাম 75,999 টাকা হতে পারে। এই দাম ফোনের বেস মডেল 12GB এবং 256GB স্টোরেজের হতে পারে। যদি এই দাম সঠিক হয় তবে আপকামিং ভিভো এক্স300 ফোনটি OnePlus 15 এবং Oppo Find X9 ফোনের চেয়ে বেশি দামি হতে চলেছে।
আরও পড়ুন: Lava Agni 4 Launched: 50MP সেলফি ক্যামেরা এবং ফ্ল্যাগশিপ ফিচার সহ ভারতে লঞ্চ হল লাভা AI স্মার্টফোন
আপকামিং ভিভো এক্স300 ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে আসবে।
12GB + 256GB — 75,999 টাকা
12GB + 512GB — 81,999 টাকা
16GB + 512GB — 85,999 টাকা
পাশাপাশি, ভিভো এক্স300 প্রো ফোনটি শুধুমাত্র 16GB+512GB মডেলে আসতে পারে। এক্স300 প্রো ফোনের দাম 1,09,999 টাকা হবে বলে দাবি করেছে টিপস্টার।
তবে এর আগে আসা একটি লিকে টিপস্টার Sanju Choudhary আপকামিং ফোনের দাম কিছু আলাদা জানিয়েছিল। টিপস্টার অনুযায়ী, ভিভো এক্স300 ফোনের 16GB + 512GB মডেলে দাম 89,999 টাকা হতে পারে।
ভিভো ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে তারা এক্স300 সিরিজের জন্য টেলিফোটো এক্সটেন্ডার কিট ভারতে আনবে। টিপস্টারের মতে, এর দাম 20,999 টাকা হতে পারে। অন্যদিকে, ওপ্পো তার Hasselblad টেলিকনভার্টার কিট 29,999 টাকায় বিক্রি করে।