200MP ক্যামেরা সহ Vivo X300 Pro এবং X300 আজ ভারতে হবে লঞ্চ, স্পেক্স এবং দাম লিক

Updated on 02-Dec-2025

ভিভো আজ অর্থাৎ 2 ডিসেম্বর ভারতে তার প্রিমিয়াম Vivo X300 Series লঞ্চ করতে চলেছে। এখন পর্যন্ত একাধিক লিক এবং খবরে এই স্মার্টফোনের বিষয় একাধিক তথ্য প্রকাশিত হয়েছে। এছাড়া এই স্মার্টফোনটি চীনা বাজারে লঞ্চ করা হয়েছে। এক্স300 সিরিজে Vivo X300 এবং Vivo X300 Pro মডেল আসবে। ঞ্চের আগে আসুন ভিভো X300 সিরিজ সম্পর্কে আরও জেনে নেওয়া যাক।

Vivo X300 Series আজ লঞ্চ হবে

ভিভো আজ দুপুর 12টায় ভারতে ভিভো এক্স300 সিরিজের লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। কোম্পানি ভিভো এক্স300 এবং ভিভো এক্স300 প্রো লাইভ ইভেন্টে চালু করা হবে।

আরও পড়ুন: প্রতিদিন 3GB ডেটা, কলিং, আনলিমিটেড 5G, JioHotstar এর সুবিধা সহ Jio দিচ্ছে কম খরচে রিচার্জ প্ল্যান

ভারতে Vivo X300 সিরিজের দাম কত হতে পারে

টিপস্টার অভিষেক যাদবের মতে, ভারতে ভিভো এক্স300 এর 12GB+256GB স্টোরেজ মডেলের দাম 75,999 টাকা, 12GB+512GB স্টোরেজ মডেলের দাম 81,999 টাকা এবং 16GB+512GB স্টোরেজ মডেলের দাম 85,999 টাকা হবে বলে জানিয়েছে।

পাশপাশি, ভিভো এক্স300 প্রো এর 16GB+512GB স্টোরেজ মডেলটি 109,999 টাকা দামে আনা হবে। সিরিজের সাথে আসা টেলিকনভার্টার/ফটোগ্রাফি কিটের দাম 19,999 টাকা হবে।

ভিভো এক্স300 সিরিজের ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, ভিভো এক্স300 সিরিজে মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 চিপসেট থাকবে। সাথে Pro Imaging VS1 চিপ এবং V3+ ইমেজিং চিপ ব্যবহার করা হয়েছে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন Android 16 ভিত্তিক OriginOS 6 এ কাজ করবে।

আপকামিং ভিভো এক্স300 প্রো ফোন নিয়ে নিশ্চিত করা হয়েছে যে এতে Zeiss টিউন্ড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে 50 মেগাপিক্সেল Sony LYT-828 সেন্সর পাওয়া যাবে। এতে 50 মেগাপিক্সেল Samsung JN1 আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স পাওয়া যাবে। তৃতীয় ক্যামেরা 200 মেগাপিক্সেল HPB APO টেলিফটো ক্যামেরা দেওয়া। এতে সেলফি ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল থাকবে।

আরও পড়ুন: মোবাইল চুরি হওয়ার টেনশন শেষ, ভারত সরকারের নতুন আদেশ, সমস্ত স্মার্টফোনে ইনস্টল থাকবে Cyber Security App

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :