16000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরা সহ Vivo স্মার্টফোন, কোথায় পাবেন এই অফার জানুন

Updated on 26-Oct-2025

ভিভোর প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Vivo X200 Pro তে দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে। ভিভোর এই ফোন পারফরম্যান্স এবং ফটোগ্রাফির জন্য জনপ্রিয়। অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon সাইটে ভিভো এক্স200 প্রো ফোনটি বর্তমানে 16000 টাকার ছাড়ের সাথে কেনা যাবে। এই ফোন পাওয়ারফুল MediaTek Dimensity 9400 প্রসেসর এবং দুর্দান্ত 6000mAh ব্যাটারি রয়েছে।

Vivo X200 Pro ফোনের অফার ডিটেল

ভিভো এক্স200 প্রো স্মার্টফোনের 16GB RAM+ 512GB স্টোরেজ সহ মডেল ভারতে 94,999 টাকা দামে লঞ্চ করা হয়ছিল। এই স্মার্টফোনটি বর্তমানে অ্যামাজনে 79,999 টাকায় লিস্ট করা। যার মানে কোম্পানি এই ফোনে সরাসরি 15000 টাকা ছাড় দিয়েছে।

এছাড়া, ফোনটি ব্যাঙ্ক ছাড়ের সাথে আরও কম দামে কেনা যাবে। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI পেমেন্ট করলে 1250 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এর মানে হল এই শক্তিশালী ভিভো ফোনটি মোট 16,250 টাকা ছাড়ে কেনা যাবে। ব্যাঙ্ক ডিসকাউন্টের পাশাপাশি, আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত ছাড়ও পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: মাত্র 14 হাজার টাকায় 55 ইঞ্চি Xiaomi স্মার্ট টিভি, দেরি করবেন না লিমিটেড টাইম অফার

ভিভো এক্স200 প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, ভিভো এক্স200 প্রো স্মার্টফোনে রয়েছে 6.78-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120Hz এবং 4500 নিট পিক ব্রাইটনেস রয়েছে। ভিভোর এই ফোন MediaTek Dimensity 9400 চিপসেট, 16GB LPDDR5X RAM এবং 512GB UFS 4.0 স্টোরেজ সহ পেয়ার করা।

ক্যামেরার ক্ষেত্রে, ভিভো এক্স200 প্রো স্মার্টফোনে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, যা 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স সাপোর্ট করে। ফোনে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা লেন্সও রয়েছে। সেলফির জন্য, ভিভো ফোনে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

পাওয়ার দিতে ভিভো এক্স200 প্রো ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া। এটি 90W ওয়্যারড এবং 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এই ভিভো ফোনটি IP68 এবং IP69 রেটিং সহ আসে, যা জল এবং ধুলো থেকে সুরক্ষিত করে তোলে।

আরও পড়ুন: Nothing phone 3a Lite ভারতে শীঘ্রই হবে লঞ্চ, ডিজাইন, স্পেক্স এবং ফিচার লিক

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :