200 megapixel Camera Vivo X200 Pro 5G gets massive discount upto rs 7000 on Amazon
200 মেগাপিক্সেল ক্যামেরা সহ ভিভো কোম্পানির দুর্দান্ত স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এখন সেরা সুযোগ। আসলে Vivo X200 Pro 5G স্মার্টফোনটি দেদার ছাড়ে বিক্রি হচ্ছে। কোম্পানি ভিভো এক্স২০০ প্রো ৫জি ফোনে 7000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট অফার করছে। এই অফার 31 জুলাই পর্যন্ত পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক ভিভো এক্স২০০ প্রো ৫জি ফোনের নতুন দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
দামের কথা বললে, ভিভো এক্স২০০ প্রো ৫জি ফোনের 16GB RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ মডেলে এই অফার পাওয়া যাচ্ছে। এই মডেলটি বাজারে 1,01,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে এখন ভিভো এক্স২০০ প্রো ৫জি ফোনটি Amazon সাইটে 94,999 টাকা দামে লিস্ট করা। যার মানে ফোনটি 7000 টাকার ছাড়ের সাথে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: Samsung এর এই ফোনে সোজা 10000 টাকার ছাড়, সাথে 5000 টাকার ইয়ারবাডও বিনামূল্যে
কোম্পানি এই ফোনে 7000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্টও অফার করছে। যার পরে এই ফোনের দাম কমে হয় যাবে 87,999 টাকা।
এখানেই শেষ নয়, গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 48,500 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। যার পরে ফোনের দাম আরও কমে যাবে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, ভিভো এক্স২০০ প্রো ফোনে 6.78-ইঞ্চির ডিসপ্লে রয়েছে যার পিক্সেল রেজোলিউশন 2800*1260, 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসর হিসেবে ভিভো ফোনটি ডাইমেনসিটি 9400 চিপসেটে কাজ করবে। ফোনটি 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো এক্স২০০ প্রো ফোনের রিয়ারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এতে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর সহ একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 200 মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে।
পাওয়ার দিতে ভিভো এক্স২০০ প্রো ফোনে পাওয়া যাবে 6000mAh ব্যাটারি যা 90W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: Airtel এর সেরা 2GB ডেটা সহ তিনটি রিচার্জ প্ল্যান, সাথে একটি প্ল্যানে মিলবে JioHotstar সাবস্ক্রিপশনও