HIGHLIGHTS
আশা করা হচ্ছে যে এই ফোনটি বাজারে আগে থেকে উপস্থিত Vivo V7 এর জায়গা নেবে
ভিভো সম্প্রতি Vivo APEX স্মার্টফোনটি নিয়ে এসেছিল। আর এবার আশা করা হচ্ছে যে কোম্পানি খুব তাড়াতাড়ি বাজারে Vivo V9 ফোনটি নিয়ে আসতে পারে। এটি একটি মিড রেঞ্জ স্মার্টফোন হওয়ার সম্ভাবনা আছে। আশা করা হচ্ছে যে এই ফোনটি বাজারে আগে থেকে উপস্থিত Vivo V7 এর জায়গা নেবে। অ্যামাজন অ্যাপেল ফেস্টিভালে বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে
Surveyকিছু দিনবা গেই এই ফোনটি চিনের একটি বিলবোর্ড অ্যাডে দেখা গেছিল। আর কিছু ছবি অনলাইনে লিক হয়েছে। সামনে থেক এই ফোনটির ডিজাইন iPhone X এর মতন দেখতে, আর এই ফোনটিতে iPhone X এর মতন ডিসপ্লে আছে। এই ফোনটিও স্ক্রিন-টু-বডি রেশিও সাধারন স্মার্টফোনের থেকে বেশি ভাল হবে।
আর আপনাদের এও বলে রাখি যে এই ফোনটির স্পেক্সের বিষয়ে এখনও বেশি জানা যায়নি। আশা করা হচ্ছে যে এই ফোনটিতে 24MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও থাকতে পারে।