Vivo V9 স্মার্টফোনটি 23 মার্চ লঞ্চ হওয়ার আগে স্পেক্স আর ক্যামেরা লিক হল

HIGHLIGHTS

ভারতে Vivo তাদের Vivo V9 স্মার্টফোনটি 23 মার্চ লঞ্চ করার জন্য তৈরি

Vivo V9 স্মার্টফোনটি 23 মার্চ লঞ্চ হওয়ার আগে স্পেক্স আর ক্যামেরা লিক হল

সম্প্রতি আমরা আপনাদের জানিয়েছিলাম যে কোম্পানি সুনিশ্চিত করেছে যে ভারতে তারা তাদের Vivo V9 স্মার্টফোনটি 23 মার্চ লঞ্চ করবে। তবে কোম্পানি এখনও অব্দি এই স্মার্টফোনটির বিষয়ে বেশি কিছু জানায়নি। স্মার্টফোন থেকে শুরু করে হেডফোন, স্পিকার সবই অ্যামাজন ইন্ডিয়াতে ব্যাপক ডিস্কাউন্টের সঙ্গে পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

তবে এই লিকের বিষয়ে এটাও বলা হয়েছে যে এই স্মার্টফোনটিতে কি থাকবে, এই বিষয়ে বিভিন্ন লিকের মাধ্যমে অনেক কিছু জানা গেছে। আর এছাড়া একটি নতুন লিকের এর স্পেক্সের বিষয়েও জানা গেছে।

এই নতুন লিকে এই স্মার্টফোনটির হ্যান্ডসঅন ছবি, দাম জানা গেছে আর এরছারা এটি কবে থেকে পাওয়া যাবে তা জানা যায়নি।

এই লিকটি ইন্দোনেশিয়াতে দেখা গেছে। আর যদি এই লিকে থাকা দাম দেখা হয় তবে দেখা যাবে যে এখানে আর দাম IDR 4,999,000 মানে প্রায় 23,700 টাকা হতে পারে। আর এছাড়া এরকমও জানা গেছে যে এই স্মার্টফোনটিতে একটি 6.0-ইঞ্চির FHD+ 1080×2160 পিক্সাল রেজিলিউশানের একটি AMOLED স্ক্রিন থাকবে। ফোনটিতে আপনি একটি স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার পাবে। ফোনটিতে আপনি 4GB র‍্যাম আর 64GB’র ইন্টারনাল স্টোরেজ পাবেন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo