Vivo V60e 5G launching in India with 200MP camera
Vivo শীঘ্রই তার একটি আরও দুর্দান্ত 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আপকামিং স্মার্টফোনটি Vivo V60e নামে বাজারে আনা হবে। ভিভো ভি৬০ই ডিভাইসটি V60 লাইনআপের লেটেস্ট ডিভাইসের মধ্যে একটি হবে। কোম্পানি লঞ্চের আগেই আপকামিং ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ করে দিয়েছে। আপকামিং ডিভাইসে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে।
এছাড়াও, ভিভো ভি৬০ই তে AI Festival Portrait নামে একটি বিশেষ ফটোগ্রাফি ফিচারও থাকবে। আসুন জেনে নেওয়া যাক ডিভাইসটিতে আর কী কী থাকবে…
আরও পড়ুন: iPhone Air কে টেক্কা দিতে আসছে নতুন Moto Air ফোন, জানুন কবে হবে লঞ্চ
ভিভো ইতিমধ্যেই তাদের ওয়েবসাইটে একটি মাইক্রোসাইটের মাধ্যমে নিশ্চিত করেছে যে ভিভো ভি৬০ই দুটি রঙের বিকল্পে পাওয়া যাবে: Elite Purple এবং Noble Gold। স্মার্টফোনে ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP68 + IP69 রেটিংও থাকবে। কোম্পানি নতুন ভিভো ফোনে একটি বিশেষ ডায়মন্ড শিল্ড গ্লাসও অফার করবে।
হ্যান্ডসেটটিতে ন্যূনতম বেজেল এবং একটি কোয়াড-কার্ভড ডিসপ্লে থাকবে। এছাড়া, ডিভাইসে সেলফি ক্যামেরার জন্য একটি হোল-পাঞ্চ কাটআউট পাওয়া যাবে।
ক্যামেরার দিক থেকে ভিভো ভি৬০ই বেশ বিশেষ হতে চলেছে, যেখানে এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ডিভাইসে OIS এবং 30x জুম সাপোর্ট সহ 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। এছাড়াও, ডিভাইসে 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স পাওয়া যাবে।
এই অসাধারণ ভিভো ফোনে Aura Lightও দেওয়া হবে, যা LED ফ্ল্যাশ হিসেবেও কাজ করবে। সেলফির জন্য, এই ফোনের ফ্রন্টে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। এছাড়াও, ভিভো ভি৬০ই তে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 6,500mAh ব্যাটারি থাকতে পারে।
এই আপকামিং ভিভো ডিভাইসটি Android 15 ভিত্তিক ফানটাচ ওএস 15-তে চলবে। যদিও কোম্পানিটি এখনও চিপসেটটি প্রকাশ করেনি, ভিভো ভি৬০ই-এর জন্য তিনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং পাঁচ বছরের নিরাপত্তা আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।
আরও পড়ুন: 8999 টাকায় বিক্রি হচ্ছে Vivo 5G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল