ভিভো কোম্পানি নিশ্চিত করেছে যে Vivo V60 স্মার্টফোন ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে
লিকে দাবি করা হয়েছে যে ভিভো ভি৬০ ফোনটি ভারতে 12 অগাস্ট লঞ্চ হতে পারে
আপকামিং ভিভো ভি৬০ ফোনের দাম 37,000 টাকা থেকে 40,000 টাকার মাঝামাঝি হবে
Vivo V60 - Coming Soon in India
ভিভো কোম্পানি নিশ্চিত করেছে যে Vivo V60 স্মার্টফোন ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে। তবে এখনও লঞ্চ তারিখ প্রকাশ করেনি কোম্পানি। তবে সম্প্রতি আসা লিক থেকে আপকামিং ভিভো ভি৬০ ফোনের লঞ্চ টাইমলাইন, অনুমানিত প্রাইস রেঞ্জ এবং ফিচার সম্পর্কে জানা গেছে। আপকামিং ভিভো ভি৬০ ফোনটি একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে স্পট করা হয়েছে।
বলে দি যে Vivo V50 ফোনটি চলতি বছর ফেব্রুয়ারি মাসে Snapdragon 7 Gen 3 চিপসেট সহ লঞ্চ করা হয়েছিল। এতে ছিল ডুয়াল 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি মতো ফিচার রয়েছে।
X (টুইটার) এ ভিভো ইন্ডিয়া এর তরফে পোস্ট করা হয়েছে যে ভিভো ভি৬০ ভারতে শীঘ্রই লঞ্চ হবে। তবে এখনও লঞ্চ তারিখ এবং বিক্রি সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানানো হয়েনি।
সম্প্রতি লিকে দাবি করা হয়েছে যে ভিভো ভি৬০ ফোনটি ভারতে 12 অগাস্ট লঞ্চ হতে পারে। এছাড়া আপকামিং ভিভো ভি৬০ ফোনের দাম 37,000 টাকা থেকে 40,000 টাকার মাঝামাঝি হবে। আপকামিং ফোনটি Auspicious Gold, Mist Grey এবং Moonlit Blue কালার বিকল্পে আসতে পারে।
The Tech Outlook, এর একটি রিপোর্ট অনুযায়ী ভিভো ভি৬০ মডেল নম্বর V2511 সহ TRDA সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। এর আগে ডিভাইসটি SIRIM, গিকবেঞ্চ, এবং TUV ডেটাবেসে দেখা গেছে।
ভিভো ভি৬০ ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কেমন হবে
ডিসপ্লের কথা বললে, ভিভো ভি৬০ ফোনটি 6.67-ইঞ্চি 1.5K AMOLED স্ক্রিন সহ 120Hz রিফ্রেশ রেট, 1300 নিট পিক ব্রাইটনেস অফার করবে। ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো ভি৬০ ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শুটার এবং 3x অপটিকাল জুম সহ পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ 50 মেগাপিক্সেল সেন্সর পেয়ার করা যেতে পারে। ফ্রন্টে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া যেতে পারে।
বাকি ফিচারের কথা বললে, ভিভো ভি৬০ ফোনটি Snapdragon 7 Gen 4 চিপসেট এবং 6500mAh ব্যাটারি সহ আসতে পারে। এছাড়া এতে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া যেতে পারে। সাথে এটি Android 16 ভিত্তিক FuntouchOS এ কাজ করবে। এছাড়া আপকামিং ভিভো ফোনটি IP68+IP69 রেটিং সহ আসবে বলে জানা গেছে। সাথে এই ফোনে সাউন্ডের জন্য থাকতে পারে ডুয়াল স্টেরিও স্পিকার এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.