Vivo V50e 5G launched in india know the price and features
ভিভো কোম্পানি ভারতে নতুন স্মার্টফোন Vivo V50e 5G লঞ্চ করেছে। এই মোবাইলের বিশেষত্ব হল এটির ক্যামেরা। সাথে এই ফোনে পাওয়া যাবে 5600mAh ব্যাটারি সহ 16GB পর্যন্ত RAM। আসুন এই নতুন ভিভো ভি50ই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Vivo V50e 5G ফোনের ভারতে দাম কত
ভিভো ভি50ই 5জি ফোনটি ভারতে 8GB RAM সহ 128GB স্টোরেজ এবং 8GB+256GB স্টোরেজ অপশন সহ আনা হয়েছে।
8GB RAM + 128GB = 28,999 টাকা
8GB RAM + 256GB = 30,999 টাকা
বিক্রির কথা বললে, ভিভো 5জি ফোনের বিক্রি 17 এপ্রিল থেকে শুরু হবে। এটি Sapphire Blue এবং Pearl White কালার অপশনে আনা হবে।
ফিচারের কথা বললে, ভিভো ভি50ই 5জি ফোনে 6.77-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে। এটি 2392×1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 1800 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের ডিসপ্লেতে অপটিকাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। প্রসেসর হিসেবে ভিভো ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 অক্টা-কোর চিপসেটে কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো ভি50 ফোনে ক্যামেরাতে বিশেষ ফোকস করা হয়েছে। এই 5জি ফোনে ফ্রন্টে 50MP সেলফি ক্যামেরা দেওয়া। এটি Auto Focus ফিচার সাপোর্ট করে। সাথে ফ্রন্ট লেন্স থেকে 4K Video রেকর্ড করা যেতে পারে।
এছাড়া ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের মেইন সেন্সর 50MP OIS Sony IMX882 দেওয়া। সাথে 8MP ওয়াইড-এঙ্গেল লেন্স পেয়ার করা। এই ফোনে AI স্টুডিও লাইট পোট্রেট 2.0 অরা লাইট ফিচার পাওয়া যাবে।
পাওয়ার দিতে ভিভো ভি50ই 5জি ফোনটি 5600mAh ব্যাটারি অফার করে। ফোনটি চার্জ করতে এতে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া। ফোনটি মাত্র 42 মিনিটে 100 শতাংশ চার্জ করে দেয়।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.