Vivo V50 Elite Edition launch date announced
ভিভো কোম্পানি গত মাসে Vivo V50e ভারতে লঞ্চ করেছিল। এখন কোম্পানি Vivo V50 Elite Edition ভারতে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই স্মার্টফোনে সার্কুলার ক্যামেরা মডিউল হতে পারে। এই বছর ফেব্রুয়ারি মাসে Vivo V50 লঞ্চ করা হয়েছিল। নতুন স্মার্টফোনে বেশিরভাগ ফিচার এই সিরিজের স্ট্যান্ডার্ড ভার্সনের মতো হতে পারে।
কোম্পানি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে X (টুইটার) এ একটি পোস্টে জানিয়েছে যে ভি50 এলিট এডিশন 15 মে ভারতে লঞ্চ করা হবে। এর সাথে দেওয়া একটি ভিডিওতে আপকামিং স্মার্টফোনের পিছনে রিয়ার ক্যামেরা মডিউলের নীচে ‘এলিট এডিশন’ লেখা। ভিভো ফোনরে ক্যামেরা আইল্যান্ড রাউন্ড হতে পারে। এটি ভিভো ভি50 ফোনের পিল শেপ সহ ক্যামেরা মডিউল থেকে আলাদা হবে।
আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা সহ নতুন Motorola ফোল্ডেবল ফোন ভারতে লঞ্চ, জানুন দাম কত
তবে কোম্পানি ভিভো ভি50 এলিট এডিশন সম্পর্কে বেশি কিছু তথ্য দেয়নি। এই স্মার্টফোনে ভি50 এর সমান ফিচার হতে পারে। এতে প্রসেসর হিসেবে Snapdragon 7 Gen 3 দেওয়া যেতে পারে। এই ফোনে পাওয়ার দিতে 6000mAh ব্যাটারি 90W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো ভি50 এলিট এডিশনে Zeiss লেন্স সহ ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট দেওয়া যেতে পারে।। এই স্মার্টফোনের ফ্রন্টে 50MP ক্যামেরা দেওয়া হবে।