Vivo V50 5G price drop discount on Flipkart deal
যেই গ্রাহকরা সেলফি তুলতে ভালবাসেন এবং দুর্ধর্ষ ক্যামেরা সহ সস্তায় স্মার্টফোন কিনতে চান তবে Vivo V50 5G একটি ভাল ডিল হতে পারে। ভিভো ভি50 5জি ফোনটি Flipkart সাইটে লঞ্চ প্রাইসে অনেক সস্তায় বিক্রি হচ্ছে। এই ডিভাইসটি ডিসকাউন্ট প্রাইসে লিস্ট করা হয়েছে। শুধু তাই নয়, গ্রাহকরা ব্যাঙ্ক অফারও পাবেন।
ভিভো এর পাওয়ারফুল ক্যামেরা ফোনে ZEISS লেন্স ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং এতে ফ্রন্টে পঞ্চ হোলে 50MP ZEISS গ্রুপ সেলফি পাওয়া যাবে। এই সেন্সর 92 ডিগ্রি ওয়াইড-এঙ্গেল অটো ফোকস অফার করে। রিয়ারে OIS সহ 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া। 4K ভিডিও রেকর্ডিং সহ ফোনে একগুচ্ছ ক্যামেরা মোডও পাওয়া যাবে।
অনলাইন শপিং সাইট Flipkart এ গ্রাহকরা ভিভো ভি৫০ ৫জি ফোনটি 31,740 টাকা দামে লিস্ট করা। এই দামে ভিভো ভি50 5জি ফোনের 8GB+256GB স্টোরেজ মডেল বিক্রি হচ্ছে। বলে দি যে ভিভো ভি৫০ ৫জি ফোনটি 36,999 টাকায় লঞ্চ করা হয়েছিল।
কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। ছাড়ের পর স্মার্টফোনের দাম কমে 30 হাজার টাকার কাছাকাছি হয় যাবে।
গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 24,350 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, ভিভো ফোনটি 6.7-ইঞ্চি হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে অফার করে। প্রসেসর হিসেবে কোয়ালকম Snapdragon 7 Gen 3 চিপসেটে কাজ করে।
ক্যামেরার ক্ষেত্রে ভিভো ভি৫০ ৫জি ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়াল ক্যামেরা সেটআপ সহ আসে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারির ক্ষেত্রে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: