6000mAh ব্যাটারি সহ Vivo V50 5G ফোনের লঞ্চ তারিখ লিক, 17 ফেব্রুয়ারি হবে লঞ্চ, জানুন দাম এবং স্পেসিফিকেশন

Updated on 05-Feb-2025
HIGHLIGHTS

Vivo ভারতে তার V-Series এর নতুন স্মাটর্ফোন 5G Vivo V50 লঞ্চ করবে

একটি লিক অনুযায়ী, আপকামিং ভিভো ভি50 5জি ফোন 17 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে

ভিভো ভি50 5জি ফোনের রিয়ারে 50MP এর ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে

Vivo গত সপ্তাহে ঘোষণা করে দিয়েছিল যে ভারতে তার V-Series এর নতুন স্মাটর্ফোন 5G Vivo V50 লঞ্চ করবে। তবে এখন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনের প্রোডাক্ট পেজও লাইভ করে দেওয়া হয়েছে, কিন্তু লঞ্চ তারিখ এখনও প্রকাশ করেনি কোম্পানি। এখন একটি লেটেস্ট লিকে ফোনের লঞ্চের তারিখ জানা গেছে। আসুন জেনে নেওয়া যাক কোন দিন লঞ্চ হবে ভিভো ভি50 5জি ফোন।

5G Vivo V50 ভারতে কবে হবে লঞ্চ

সম্প্রতি 91মোবাইল এর একটি লিক অনুযায়ী, আপকামিং ভিভো ভি50 5জি ফোন 17 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে। এছাড়া ফোনের প্রথম সেলের তারিখও প্রকাশ হয়েছে। 91মোবাইল অনুযায়ী ফোনের লঞ্চের পর এই ফোনের সেল এক সপ্তাহ পরে শুরু হবে।

আরও পড়ুন: 400 টাকার কম দামে BSNL এর দুর্দান্ত রিচার্জ প্ল্যান, 150 দিন পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি

অর্থাৎ 24 ফেব্রুয়ারি থেকে ফোনের সেল হতে পারে। ফোনের কালার ভ্যারিয়্যান্টও প্রকাশ হয়েছে। ভিভো ভি50 ফোনটি Rose Red, Starry Blue এবং Titanium Grey কালার অপশনে আনবে কোম্পানি।

ভিভো ভি50 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ভিভো ভি50 5জি ফোনের স্পেসিফিকেশনের কথা বললে, লঞ্চের আগেই ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন কোম্পানি নিশ্চিত করে দিয়েছে। ভিভো ভি50 5জি ফোনের রিয়ারে 50MP এর ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। মেইন ক্যামেরাতে OIS সাপোর্টও দেওয়া হয়েছে। সাথে 50MP এর 119 ডিগ্রি আল্ট্রাওয়াইড ক্যামেরা হবে। ফ্রন্টে ফোনে 50MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার দিতে ফোনে 6000mAh এর বড় ব্যাটারি অফার করবে। এতে 90W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

কোডায় ডিসপ্লে দেওয়া হবে ভিভো ভি50 5জি ফোনে। এটি IP68, IP69 রেটিং সহ আসবে। Android 15 এর সাথে এই ফোন আউট অফ দ্য বক্সে রিলিজ হবে। এতে Funtouch OS 15 এর স্ক্রিন দেখা যাবে। ফোনে স্মার্ট AI ফিচারের সাপোর্টও পাওয়া যাবে কোম্পানি জানিয়েছে।

ভারতে কত দাম হবে ভিভো ভি50 5জি

দামের কথা বললে, ভিভো ভি50 5জি ফোনটি ভারতে 40 হাজারের কম হতে পারে। শীঘ্রই কোম্পানি এই ফোনের লঞ্চের অফিসিয়াল ঘোষণা করতে পারে।

আরও পড়ুন: 12 হাজার টাকার কম দামে Samsung 5G ফোন কেনার সুযোগ, 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা রয়েছে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :