নতুন ভিভো ফোন আসতেই কোম্পানি পুরনো Vivo V40e 5G ফোনের দাম একধাপে অনেকটা সস্তা হয় গেছে
ভিভো ভি40ই ফোনটি ভারতে 28,999 টাকা শুরুর দামে লঞ্চ হয়েছিল
ভিভো কোম্পানি ভারতে গতকাল Vivo V50e 5G ফোন লঞ্চ করেছে
Vivo v40e 5G Price drop in India after Vivo V50e 5G Launch Check new price
ভিভো কোম্পানি ভারতে গতকাল Vivo V50e 5G ফোন লঞ্চ করেছে। নতুন ভিভো ভি50ই ফোনটি কোম্পানির V-series এর আওতায় আনা হয়েছে। নতুন ভিভো ভি50ই ফোনটি ক্যামেরা সেন্ট্রিক ফোন। এতে 50MP Auto Focus সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। তবে নতুন ভিভো ফোন আসতেই কোম্পানি পুরনো Vivo V40e 5G ফোনের দাম একধাপে অনেকটা সস্তা হয় গেছে। আসুন জেনেন নেওয়া যাক কত টাকা সস্তায় কিনতে পারবেন ভিভো ভি40ই ফোনটি।
Vivo V40e 5G ফোনের ভারতে নতুন দাম কত
দামের কথা বললে, ভিভো ভি40ই ফোনটি ভারতে 28,999 টাকা শুরুর দামে লঞ্চ হয়েছিল। এই দামে ফোনের 8GB+128GB স্টোরেজ মডেল আনা হয়। তবে এখন এই মডেলটি 2000 টাকা কম দামে বিক্রি হচ্ছে।
Flipkart সাইটে এই ফোনটি 26,999 টাকার দামে লিস্ট করা। যার মানে এই ফোনটি 2000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
এছাড়া ভিভো ভি40ই ফোনে কোম্পানি যেকোনো ব্যাঙ্কের ক্রেডিট কার্ড EMI পেমেন্টে 1500 টাকা ছাড় পাওয়া যাবে। যার পরে ফোনের দাম আরও কমে 25,499 টাকায় কেনা যাবে। শুধু তাই নয় গ্রাহকরা যেকোনো ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টে 750 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন।
গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 26,999 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।
ভিভো ভি40ই ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ফিচারের কথা বললে, ভিভো ভি40ই ফোনে 6.77-ইঞ্চির 3D কার্ভড ডিসপ্লে পাওয়া যাবে।য এই ফোনটি 120Hz রিফ্রেশ রেট এবং 2392×1080 পিক্সেল রেজোলিউশন সহ আসে। ফোনটি দুটি স্টোরেজ মডেলে আসে – 8GB+128G এবং 8GB+256GB স্টোরেজ।
ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে পাওয়া যাবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এটি OIS সাপোর্ট সহ 50MP মেইন ক্যামেরা এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর সহ পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে ভিভো ফোনটি 5500mAh এর ব্যাটারি দেওয়া। এই ফোন 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.