Vivo V15 Pro ট্রিপেল ক্যামেরা সেটআপ আর 32MP র পপ আপ সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হবে?

HIGHLIGHTS

Vivo V15 Pro মোবাইল ফোনটি কালকে মানে 20 ফেব্রুয়ারি লঞ্চ করা হতে পারে, আর এই ফোনটিতে ট্রিপেল রেয়ার ক্যামেরা সেটআপ ছাড়া একটি 32MP র পপ আপ সেলফি ক্যামেরা থাকবে, আর এই মোবাইল ফোনটির দাম 25,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে হতে পারে, তবে এই বিষয়ের বিভিন্ন রিপোর্ট অনুসারে এই ফোনটি 33,000 টাকা দামে লঞ্চ করা হবে

Vivo V15 Pro ট্রিপেল ক্যামেরা সেটআপ আর 32MP র পপ আপ সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হবে?

Vivo V15 Pro ফোনটি কালকে মানে 20 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করা হতে পারে, এই মোবাইল ফোনটিতে ট্রিপেল রেয়ার ক্যামেরা সেটআপ ছাড়া একটি 32MP র পপ আপ সেলফি ক্যামেরা থাকবে। আর এই ফোনটির দাম 25,000-30,000 টাকা দামের মধ্যে লঞ্চ করা হবে। আর এই বিষয়ে অনেক রিপোর্টে বলা হয়েছে যে এই ফোনটির দাম 33,000 টাকার কাছাকাছি হবে। আর এই ফোনটি প্রথমে অ্যামাজন ইন্ডিয়াতে দেখা গেলেও পরে এটি ফ্লিপকার্টেও দেখা গেছে, আর সেখানে এই ফোনের কিছু স্পেক্স আর ফিচার্সের বিষয়ে জানা গেছে। আপনাদের বলে রাখি যে এই ফোনটির সব থেকে বড় বৈশিষ্ট্য 32MP র পপ আপ সেলফি ক্যামেরা হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আমরা আপনাদের বলেছি যে এই ফোনের সব থেকে বড় ফিচার এর 32MP র পপ আপ সেলফি ক্যামেরা আর বলা হচ্ছে যে এই ফোনটি কিছুটা vivo NEX ফোনের মতন। আর আপনাদের বলে রাখি যে এই ফোনটিতে আপনারা একটি ট্রিপেল ক্যামেরা সেটআপ পাবেন। আর এই ফোনটির এই বিষয়ে কোন অফিসিয়াল খবর পাওয়া যায়নি।

আমরা যদি Vivo V15 Pro ফোনটির বিষয়ে যদি বলি তবে এই ফোনে আপনারা একটি 48MP র ক্যামেরা পাবেন আর এই ফোনে একটি 8MP র টেলিফটো লেন্স আছে আর এছাড়া ডেপথ সেন্স ইত্যাদির জন্য এই ফোনে 5MP র আরও একটি ক্যামেরা দেওয়া হচ্ছে। আর এছাড়া এই ফোনে আপনারা কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাবেন মা। আর এই ফএন 6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।

এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 চিপসেট দেওয়া হয়েছে, আর এছাড়া এই ফোনে আপনারা 6GB র‍্যাম পাবেন আর সঙ্গে আছে 128GB স্টোরেজ। আর এই ফোনে একটি 3,700mAh য়ের ব্যাটারি পাবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo