Vivo V11 Pro স্মার্টফোনটি 6.41 ইঞ্চির ডিসপ্লে ইন- ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে ভারতে 25,990টাকায় লঞ্চ হল

Vivo V11 Pro স্মার্টফোনটি 6.41 ইঞ্চির ডিসপ্লে ইন- ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে ভারতে 25,990টাকায় লঞ্চ হল
HIGHLIGHTS

Vivo V11 Pro স্মার্টফোনটির 6GB র‍্যামের সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এই ডিভাইসটি অনলাইন আর অফলাইনে 12 সেপ্টেম্বর থেকে কেনা যাবে

প্রায় এক সপ্তাহ ধরে নিজেদের ফোনের টিজ করার পরে এবার Vivo তাদের নতুন স্মার্টফোন Vivo V11 Pro ভারতে লঞ্চ করে দিয়েছে। আর এই ফোনটি থাইল্যান্ডে এর আগেই পাওয়া যায়। আর এই ফোনের হার্ডওয়্যার ইত্যাদির বিষয়ে এই জন্য আগেই জানা আছে। এ ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে আর এই রকম জিনিস আমরা এর আগে Vivo X21 য়ে দেখেছি। আর এছাড়া আপনাদের এও বলে রাখি যে Vivo V11 Pro স্মার্টফোন আপনারা একটি 19:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে পাবেন।

Vivo V11 Pro য়ের স্পেসিফিকেশান

Vivo V11 Pro ফোনে একটি 6.41 ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হেয়ছে যার অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার আছে। আর এর সঙ্গে এতে আপনারা একটি 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে একটি 4th জেনারেশান ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।

ছবি তোলার জন্য Vivo V11 Pro ফোনে একটি 12MP+5MP র ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে আর এই ফোনে একটি 25MP র AI সেলফি ক্যামেরা আছে। আর Vivo V11 Pro ফোনে একটি 3400mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Vivo V11 Pro স্মার্টফোনের দাম আর উপলব্ধতা

Vivo V11 Pro স্মার্টফোনে একটি 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ দেওয়া হয়েছে আর এই ফোনের দাম 25,990 টাকা। আর এই ফোনটি আপনারা ড্যাজেলিং গোল্ড, স্টারি নাইট কালারে কিনতে পারবেন। Vivo V11 Pro ফোন টি প্রি-বুকিংয়ের জন্য পাওয়া যাচ্ছে। আর এর সেল অনলাইন আর অফলাইনে 12 সেপটেম্বর শুরু হবে।

লঞ্চ অফারে Vivo V11 Pro ফোনটি একটি HDFC কার্ডের মাধ্যমে কিনলে 2,000টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। আর এর সঙ্গে আপনারা জিওর অফারও পাবেন। জিও ইউজার্সরা প্রায় 4,50 টাকা পর্যন্ত অফার পাচ্ছের। আর এছাড়া এই ফোনে এক বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট পলিসি পাওয়া যাচ্ছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo