Vivo T4x 5G smartphone launch timeline price battery specs leaked
Vivo T4x 5G ফোন সম্পর্কে প্রতিদিন নতুন নতুন খবর প্রকাশ হচ্ছে। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইটে এই স্মার্টফোন মডেল দেখে মনে হচ্ছে যে ভারতে এই ফোন শীঘ্রই লঞ্চ হতে পারে। তবে এখন ভিভো টি4এক্স ফোনের লঞ্চ টাইমলাইন লিক হয়েছে। ভিভো টি4এক্স ফোনটি ভারতে 15000 টাকার কম দামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
খবর অনুযায়ী, আপকামিং ভিভো ফোনটি Vivo T3x 5G ফোনের সাক্সেসার হিসেবে আসতে পারে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং ভিভো টি4এক্স ফোনে স্পেসিফিকেশন কেমন হবে।
আরও পড়ুন: 4000 টাকা সস্তা হল 50MP ক্যামেরা এবং 120W ফাস্ট চার্জিং সহ iQOO ফোন, লিমিটেড টাইম অফার
মাইস্মার্টপ্রাইস এর রিপোর্ট অনুযায়ী, ভিভো টি4এক্স 5জি ফোনটি ভারতে মার্চ 2025 এ লঞ্চ করা হবে। তবে এখনও সঠিক লঞ্চ তারিখ নিশ্চিত করা হয়নি। রিপোর্টে দাবি করা হয়েছে যে আপকামিং ভিভো স্মার্টফোনের দাম ভারতে 15,000 টাকার কম হবে। এছাড়া এও দাবি করা হয়েছে যে টি4এক্স ফোনে 6500mAh এর ব্যাটারি দেওয়া হবে, যা এই সেগামেন্টের সবচেয়ে বড় ব্যাটারি হবে।
মনে করিয়ে দি যে ভিভো টি3এক্স 5জি ফোনে 6000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছিল। ভারতে আপকামিং ভিভো ফোনটি ভারতে প্রোন্টো পার্পল এবং মরিন ব্লু কালার অপশনে আসবে।
বলে দি যে ভিভো টি4এক্স সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর ওয়েবসাইটে স্পট করা হয়েছিল। এখানে ভিভো ফোনটি মডেল নম্বর V2437 সহ লিস্ট করা হয়েছিল।
আরও পড়ুন: মাত্র 10 হাজার টাকা খরচে কিনুন 108MP ক্যামেরা সহ POCO 5G ফোন, প্রথমবার হল 3250 টাকা সস্তা