Vivo খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Vivo T4x 5G
ভিভো টি৪এক্স-এ থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের AI-এর প্রাইমারি ক্যামেরা
এতে থাকতে পারে 6500mAh ব্যাটারি
vivo t4x price leak
Vivo খুব শীঘ্রই ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন Vivo T4x 5G লঞ্চ করতে চলেছে। যদিও অফিসিয়াল লঞ্চের তারিখ এখনও জানা যায়নি, তবে ইতিমধ্যেই ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন এবং ফিচার সামনে এসেছে। লঞ্চের আগে ভিভো টি4এক্স 5জি-এর সম্ভাব্য স্পেসিফিকেশন, ফিচার এবং দাম নিয়ে সবকিছু জেনে নিন।
Vivo T4x 5G ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী থাকবে
ফোনটি Dynamic Light-এর একটি ফিচার থাকতে পারে, যাতে ফোনটি উলটো দিকে রাখলে যদি কোনও নোটিফিকেশন আসে তখন এই কাস্টম লাইট ইফেক্টটি দেখা যাবে।
কালার অপশন
আপকামিং ভিভো ফোনের রঙ নিয়ে আগ্রহ থাকে সবথেকে বেশি! অনেকে রঙ দেখেই এক নজরে পছন্দ করে ফেলে ফোন। আর ভিভো টি৪এক্স ৫জি দুটি বেশ আকর্ষণীয় রঙে পেতে পারে গ্রাহক—Pronto Purple এবং Marine Blue।
এছাড়াও এই স্মার্টফোনে থাকতে পারে MediaTek Dimensity 7300 প্রসেসর। AnTuTu বেঞ্চমার্কে এই চিপসেটের স্কোর 728,000 এর বেশি বলে জানা যাচ্ছে।
ক্যামেরা
ভিভো টি4এক্স-এ থাকতে পারে 50 মেগাপিক্সেলের AI-এর প্রাইমারি ক্যামেরা। ক্যামেরায় থাকতে পারে AI Eraser, AI Photo Enhance এবং AI Document Mode-এর মতো দুর্দান্ত ফিচার। তবে, সেকেন্ডারি ক্যামেরা সম্পর্কিত বিস্তারিত কোনও তথ্য এখনও জানা যায়নি।
ব্যাটারি
ভিভো জানিয়েছে, ভিভো টি৪এক্স-এ তার এত সেগমেন্টের মধ্যে সবচেয়ে বড় ব্যাটারি থাকবে। রিপোর্ট অনুযায়ী, এতে থাকতে পারে 6500mAh ব্যাটারি, যা আগের মডেল Vivo T3x-এর ৬,০০০mAh ব্যাটারির চেয়ে বড়। যদিও চার্জিং স্পিড ৪৪W ফাস্ট চার্জিং থেকে উন্নত হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
ভিভো টি4এক্স 5জি ফোনের দাম কত হবে ভারতে
রিপোর্ট অনুযায়ী, ভিভো টি4এক্স-এর দাম 15000 টাকারও কম হতে পারে। অফিসিয়াল লঞ্চের সময় যতই এগিয়ে আসবে, ফোনের ডিসপ্লে, চার্জিং ক্ষমতা এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কেও ততই তাড়াতাড়ি জানা যাবে।
ভিভো টি4এক্স 5জি মধ্যবিত্তের জন্য সাশ্রয়ী, বেশ কম দাম ও সঙ্গে আকর্ষণীয় ফিচার নিয়ে আসছে। যারা স্ট্রং ব্যাটারি, উন্নতমানের ক্যামেরা এবং ভালো পারফরম্যান্স খুঁজছেন, তাদের জন্য এটি একটি বেটার অপশন হতে পারে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.