Samsung Galaxy A17 5G vs Vivo T4R 5G vs Realme P4 5G Price in India under Rs 25000 specs compare
ভিভো কোম্পানি সম্প্রতি ভারতে Vivo T4R 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই স্মার্টফোনটি আজ 5 অগাস্ট থেকে ভারতে বিক্রি করা হবে। ভিভো টি৪আর ৫জি ফোনটি 4nm MediaTek Dimensity 7400 চিপসেটে কাজ করে। কোম্পানির দাবি যে এটি সবচেয়ে স্লিম কোয়াড-কার্ভড ডিসপ্লে সহ স্মার্টফোন। আসুন ভিভো টি৪আর ৫জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, ভিভো টি৪আর ৫জি ফোনটি আজ ৫ অগাস্ট ফ্লিপকার্ট থেকে দুপুর 12টা থেকে বিক্রি হবে। ভিভো টি৪আর ৫জি ফোনের দাম ভারতে 19,499 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া ফোনের 8GB+256GB স্টোরেজের দাম 21,499 টাকা, 12GB+256GB মডেলের দাম 23,499 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: 6400mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ নতুন iQOO 5G স্মার্টফোন পাওয়া যাচ্ছে 4 হাজার টাকা সস্তা
অফারের কথা বললে, HDFC কার্ড পেমেন্টে গ্রাহকরা 2000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। এছাড়া গ্রাহকরা তাদের পুরনো ফোনে 2000 টাকার এক্সচেঞ্জ বোনাসও নিতে পারেন। এটি ফ্রিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। ফোনটি আর্কটিক হোয়াইট এবং টুইলাইট ব্লু কালার অপশনে কেনা যাবে।
ফিচারের কথা বললে, ভিভো টি৪আর ৫জি ফোনে 6.77-ইঞ্চি HDR10+ AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 1800 নিট পিক ব্রাইটনেস লেভল পাওয়া যাবে। এটি Android 15 ভিত্তিক Funtouch OS 15 এ কাজ করে। ভিভোর দাবি যে এটি ভারতের সবচেয়ে স্লিম কোয়াড কার্ভড ডিসপ্লে সহ স্মার্টফোন। ফোনের ডিসপ্লেতে SGS Low Blue Light সার্টিফিকেশন দেওয়া।
প্রসেসর হিসেবে ভিভো টি৪আর ৫জি ফোনে 4nm MediaTek Dimensity 7400 চিপসেট দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো টি৪আর ৫জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। এতে 50 মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি ক্যামেরা দেওয়া। ফোনের সমস্ত ক্যামেরা 4K ভিডিও করতে সক্ষম। ফোনের ফ্রন্টে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ফোনের ক্যামেরা মডিউলে একটি Aura Light রিং ফ্ল্যাশ ইউনিট দেওয়া।
পাওয়ার দিতে ভিভো ফোনটি 5700mAh ব্যাটারি সহ 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: 20000 টাকার কম দামে Philips, Samsung 43 inch Smart TV কেনার সুযোগ, Amazon সেলে অবিশ্বাস্য ছাড়