Vivo T4 Ultra ফোনটি আগামী 11 জুন ভারতে লঞ্চ করা হবে
আপকামিং ফোনে 10x ম্যাক্রো জুম এর সুবিধা পেরিস্কোপ ক্যামেরা থেকে পাওয়া যাবে
প্রসেসর হিসেবে Vivo T4 Ultra ফোনটি MediaTek Dimensity 9300+ চিপসেট থাকবে বলে জানা গেছে
vivo launching Vivo T4 Ultra with 100x tele lens in india
ভিভো তার T4 Series এর আওতায় আরেকটি নতুন স্মার্টফোন Vivo T4 Ultra আনতে চলেছে। আপকামিং ভিভো টি৪ আল্ট্রা ফোনকে সম্প্রতি কোম্পানির তরফে টিজ করা হয়েছে। আপাতাত কোম্পানি নতুন টিজারে আপকামিং ফোনের লঞ্চ তারিখ এবং কিছু স্পেসিফিকেশন নিশ্চিত করেছে। কোম্পানির অনুযায়ী, আপকামিং ফোনটি মিড রেঞ্জ সেগামেন্টে প্রথমবার 10x টেলিফটো ম্যাক্রো জুম সুবিধা অফার করবে। আসুন জেনে নেওয়া যাক ভিভো টি৪ আল্ট্রা ফোনের লঞ্চ তারিখ কবে এবং ফিচার কী থাকবে।
ভারতে কবে লঞ্চ হচ্ছে Vivo T4 Ultra
কোম্পানি নিশ্চিত করেছে যে ভিভো টি৪ আল্ট্রা ফোনটি আগামী 11 জুন ভারতে লঞ্চ করা হবে। এটি দুপুর 12টায় ইভেন্টে আনা হবে। কোম্পানি নিশ্চিত করেছে যে এই রেঞ্জে গ্রাহকরা প্রথমবার ফ্ল্যাগশিপ লেভল জুম সুবিধা অফার করে।
আপকামিং ফোনে 10x ম্যাক্রো জুম এর সুবিধা পেরিস্কোপ ক্যামেরা থেকে পাওয়া যাবে। ভিভো টি৪ আল্ট্রা ফোনের বিক্রি ই-কমার্স Flipkart সাইট সহ রিটেল আউটলেট থেকে কেনা যাবে।
ভিভো টি৪ আল্ট্রা ফোনের স্পেসিফেকেশন কেমন হবে
ফিচারের কথা বলল, ভিভো টি৪ আল্ট্রা ফোনে 6.67-ইঞ্চির quad-curved pOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। এতে 120Hz রিফ্রেশ রেট এবং 5000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। প্রসেসর হিসেবে ভিভো টি৪ আল্ট্রা ফোনটি MediaTek Dimensity 9300+ চিপসেট থাকবে বলে জানা গেছে।
ক্যামেরার ক্ষেত্রে ভিভো টি৪ আল্ট্রা ফোনে 50 মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া যেতে পারে। পাওয়ার দিতে ভিভো টি৪ আল্ট্রা ফোনে থাকবে 6000mAh এর বড় ব্যাটারি এবং 90W FlashCharge ফিচার সহ আসতে পারে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.