50 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা, 6500mAh ব্যাটারি সহ Vivo T4 Pro 5G ভারতে লঞ্চ, জানুন দাম কত

Updated on 26-Aug-2025
HIGHLIGHTS

ভিভো কোম্পানির নতুন স্মার্টফোন Vivo T4 Pro ভারতে লঞ্চ হয়েছে

ভিভো টি৪ প্রো ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা, যা 50 মেগাপিক্সেল Sony IMX882 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স অফার করে

ভারতে ভিভো টি৪ প্রো ফোনের দাম 27,999 টাকা থেকে শুরু হয়

ভিভো কোম্পানির নতুন স্মার্টফোন Vivo T4 Pro ভারতে লঞ্চ হয়েছে। ভিভো টি৪ প্রো ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা, যা 50 মেগাপিক্সেল Sony IMX882 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স অফার করে। এছাড়া এতে 6500mAh সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে যা 90W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আসুন জেনে নেওয়া যাক ভিভো টি৪ প্রো ৫জি ফোনের দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

ভারতে Vivo T4 Pro ফোনের দাম কত এবং বিক্রি কবে

দামের কথা বললে, ভারতে ভিভো টি৪ প্রো ফোনের দাম 27,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 8GB+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া ফোনের 8GB+256GB এবং 12GB+256GB স্টোরেজ মডেলের দাম 29,999 টাকা এবং 31,999 টাকা।

নতুন ভিভো টি৪ প্রো ফোনটি ব্লেজ গোল্ড এবং নিটরো ব্লু শেড কালার অপশনে বিক্রি হবে। নতুন ভিভো টি৪ প্রো ফোনের বিক্রি 29 আগস্ট থেকে করা হবে, যা ভিভো ইন্ডিয়া ই-স্টোর, Flipkart এবং কিছু রিটেল স্টোর থেকে কেনা যাবে।

আরও পড়ুন: 15000mAh ব্যাটারি, 320W সুপারসনিক চার্জিং সহ আসছে বিশ্বের প্রথম সবচেয়ে শক্তিশালী Realme স্মার্টফোন, 27 আগস্ট হবে লঞ্চ

সেল অফারে কোম্পানি নতুন 3000 টাকার ইনস্ট্যান্ট ছাড় দেবে। এই অফারটি পেতে গ্রাহকদের কিছু ব্যাঙ্ক কার্ডে পেমেন্ট করতে হবে। HDFC Bank, Axis Bank, এবং SBI কার্ড পেমেন্ট করতে হবে। এছাড়া গ্রাহকরা তাদের পুরনো ফোনে 3000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন।

ভিভো টি৪ প্রো ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারে কথা বললে, ভিভো টি৪ প্রো ফোনে রয়েছে 6.77-ইঞ্চি Full HD+ (1080×2392 পিক্সেল) কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে। এটি 120Hz রিফ্রেশ রেট, 5000 নিট পিক ব্রাইটনেস এবং 1500 নিট গ্লোবাল পিক ব্রাইটনেস অফার করে। লেটেস্ট ভিভো টি৪ প্রো ৫জি ফোনটি Snapdragon 7 Gen 4 চিপসেটে কাজ করে যা 12GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ সহ পেয়ার করা। লেটেস্ট ভিভো টি৪ প্রো ৫জি ফোনটি Android 15 ভিত্তিক Funtouch OS 15 অফারেটিং সিস্টামে চলবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো টি৪ প্রো ফোনের রিয়ারে পাওয়া যাবে OIS সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর, 3x জুম সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার দিতে ভিভো টি৪ প্রো ৫জি ফোনে 6500mAh সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে IP68 এবং IP69 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং রয়েছে। নিরাপত্তার জন্য ফোনটিতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এটি 5G, 4G, Wi-Fi 6, ব্লুটুথ 5.4, GPS এবং USB টাইপ-C কানেক্টিভিটি সাপোর্ট করে।

ভিভো নিশ্চিত করেছে যে T4 প্রো গুগল জেমিনি অ্যাপের সাথে আগে থেকে ইনস্টল করা আছে এবং জেমিনি লাইভ এবং অন্যান্য এআই ফিচার সাপোর্ট করে। ফোনটি এআই ক্যাপশন, এআই স্মার্ট কল অ্যাসিস্ট্যান্ট এবং এআই স্প্যাম কল সুরক্ষার মতো প্রোডাক্টিভিটি ফিচার সাপোর্ট করে। এটি এআই প্রফেশনাল পোর্ট্রেট, এআই ইরেজ 3.0, এআই ম্যাজিক মুভ, এআই ইমেজ এক্সপান্ডার এবং এআই ফটো এনহ্যান্সের মতো এআই ইমেজিং সাথেও আসে।

আরও পড়ুন: মাত্র 1 টাকার BSNL Recharge Plan, 30 দিন পর্যন্ত প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং SMS, 31 তারিখ পর্যন্ত মিলবে অফার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :