ভিভো তার আপকামিং Vivo T4 Pro ভারতে আগামী সপ্তাহ 26 আগস্ট লঞ্চ করতে চলেছে
ভিভো টি৪ প্রো ফোনটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে যা সোনি সেন্সর হবে
ভিভো ফোনটি 25,000 টাকা থেকে 30,000 টাকার মাঝামাঝি দামে ভারতে আসতে পারে
Vivo T4 Pro 5G with 50MP Telephoto Camera Sale today on flipkart
ভিভো তার আপকামিং Vivo T4 Pro ভারতে আগামী সপ্তাহ লঞ্চ করতে চলেছে। সম্প্রতি কোম্পানি আপকামিং ভিভো টি৪ প্রো স্মার্টফোনের একাধিক ফিচার টিজ করেছে। এতে স্মার্টফোনের ব্যাটারি এবং চিপসেট ডিটেল প্রকাশ করেছে কোম্পানি। এবার কোম্পানি ভিভো টি৪ প্রো ফোনের ক্যামেরা সিস্টামের বিষয় জানিয়েছে। টিজার অনুযায়ী, ভিভো টি৪ প্রো ফোনটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে যা সোনি সেন্সর হবে। এছাড়া এতে 3X পেরিস্কোপ জুম সহ টেলিফটো শুটারও অফার করা হবে।
Vivo T4 Pro ক্যামেরা কেমন হবে
অনলাইন সাইট Flipkart এ ভিভো টি৪ প্রো স্মার্টফোনের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লঞ্চাইভ করেছে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউিনিট দেওয়া হবে। স্মার্টফোনে OIS সাপোর্ট সহ 50-মেগাপিক্সেল প্রাইমারি সনি সেন্সর এবং একটি 50-মেগাপিক্সেল সনি 3X পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। তৃতীয় লেন্সটি ভার্টিকাল ক্যামেরা আইল্যান্ডের নীচে দেওয়া হবে। সাথে ফোনে থাকবে 10X টেলিফটো স্টেজ পোট্রেট ফিচারও পাওয়া যাবে।
সম্প্রতি বাজারে আসা Vivo V60 ফোনে একই ফিচার দেওয়া হয়েছে। বলে দি যে আপকামিং ভিভো টি৪ প্রো ফোনটি আগামী 26 আগস্ট লঞ্চ করা হবে। সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে ভিভো ফোনে।
ভিভো টি৪ প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী থাকবে
ফিচারের কথা বললে, ভিভো ফোনে কোয়াড-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এই স্মার্টফোনে প্রসেসর হিসেবে এতে Snapdragon 7 Gen 4 থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পর্কিত কিছু ফিচারও এই স্মার্টফোনে পাওয়া যাবে। ভিভো টি৪ প্রো-তে পাওয়ার দিতে 6500mAh ব্যাটারি থাকবে। ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে সিস্টামে অরা লাইট দেখা যাবে।
ভারতে কত দাম হবে ভিভো টি৪ প্রো ফোনের
দামের কথা বললে, ভিভো ফোনটি 25,000 টাকা থেকে 30,000 টাকার মাঝামাঝি দামে ভারতে আসতে পারে। ভিভো টি৪ প্রো ফোনের বিক্রি ফ্লিপকার্ট সাইট থেকে করা হবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.