Vivo T4 Lite 5G launch in India soon with 6000mAh battery
ভিভো সম্প্রতি ভারতে Vivo T4 Ultra স্মার্টফোন নিয়ে এসেছে। এখন কোম্পানি তার আপকামিং Vivo T4 Lite 5G লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ভিভো অফিসিয়াল সাইট অনুযায়ী ভিভো টি৪ লাইট ৫জি সবচেয়ে সস্তা ৫জি স্মার্টফোন হবে। আপকামিং স্মার্টফোনটি পুরনো মডেলের তুলনায় বড় ব্যাটারি সহ আসবে বলে নিশ্চিত।
দামের কথা বললে, আগে আসা রিপোর্ট অনুযায়ী ভিভো টি৪ লাইট ৫জি ফোনটি চলতি মাস জুনের শেষে ভারতে লঞ্চ করা হবে। তবে ফোনটি আগের মডেলের দামের কাছাকাছি আসবে। বলে দি যে ভিভো টি৩ লাইট ফোনের বেস মডেলটি 10,499 টাকা দামে লঞ্চ হয়ছিল।
আরও পড়ুন: OnePlus Nord 5 লঞ্চের আগেই 5000 টাকা সস্তা হল Nord 4 স্মার্টফোন, দেখে নিন কোথায় পাবেন এই ডিল
ফিচারের কথা বললে, ভিভো টি৪ লাইট ফোনে থাকবে 6000mAh ব্যাটারি, যা ভিভো টি৩ লাইট ফোনের 5000mAh ব্যাটারির তুলনায় বড়। এছাড়া আপকামিং ফোনটি 1000 পর্যন্ত নিট পিক ব্রাইটনেস সহ আসবে যা এই সেগামেন্টের প্রথম ডিভাইস।
এছাড়া কোম্পানি নিশ্চিত করেছে যে ভিভো টি৪ লাইট ফোনটি AI ফিচার সহ আসবে। ফোনের বিক্রি Flipkart এবং ভিভো অফিসিয়াল সাইট থেকে করা হবে।
পাশাপাশি, এটি নিশ্চিত করা হয়েছে যে ভিভো টি৪ লাইট ফোনটি মিডিয়াটেক ডাইমেসিটি 6300 চিপসেটে কাজ কবরে বলে জানা গেছে।