Vivo T4 5G launched in India
ভিভো আজ ভারতে তার নতুন স্মার্টফোন Vivo T4 5G লঞ্চ করে দিয়েছে। লেটেস্ট ভিভো টি4 5জি ফোনটি পাওয়ারফুল ব্যাটারি, দুর্দান্ত পারফরম্যান্স এবং প্রিমিয়াম ডিজাইন সহ আসে। এই ফোনের বিশেষত্ব হল এটির বড় ব্যাটারি যা 7300mAh এর দেওয়া। এছাড়া ফোনটি Snapdragon 7s Gen 3 চিপসেটে কাজ করে। আসুন জেনে নেওয়া যাক ভিভো টি4 5জি ফোনের দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
ভিভো টি4 ফোনের দাম ভারতে 21,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 8GB সহ 128GB স্টোরেজ কেনা যাবে। বাকি দুটি মডেলও রয়েছে ফোনের।
লেটেস্ট ভিভো টি4 5জি ফোনের বিক্রি 29 এপ্রিল দুপুর 12টা থেকে বিক্রি করা হবে। ফোনের বিক্রি Flipkart এবং কোম্পানির অফিসিয়াল সাইট থেকে করা হবে।
অফারের আওতায় লেটেস্ট ভিভো টি4 5জি ফোনে 2000 টাকার ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। এই অফারটি HDFC, Axis বা SBI কার্ডে পাওয়া যাবে। এছাড়া গ্রাহকরা 2000 টাকার এক্সচেঞ্জ বোনাসও নিতে পারেন।
ডিসপ্লের কথা বললে, ভিভো টি4 5জি ফোনে 6.77-ইঞ্চি FHD+ কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট, 5000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে ভিভো টি4 5জি ফোনটি Qualcomm Snapdragon 7s Gen 3 চিপসেটে কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো টি4 5জি ফোনে 50MP Sony IMX882 OIS ক্যামেরা এবং 2MP বোকেহ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ভিভো টি4 5জি ফোনে 7400mAh ব্যাটারি অফার করা হয়েছে। এটি 3 জেনারেশনের সিলিকন কার্বন ব্যাটারি। ফোনের সাথে 90W ফাস্ট চার্জিং সাপোর্টে দেওয়া।
অপারেটিং সিস্টাম হিসেবে ফোনটি Android 15 ভিত্তিক Funtouch OS 15 কাস্টাম স্কিনে কাজ করে।
আরও পড়ুন: 4000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Realme P3 Series স্মার্টফোন, লিমিটেড টাইম ডিল, জানুন কোথায় মিলবে