Vivo T3 Ultra receive price cuts in India
Vivo T3 Ultra ফোনের দাম ভারতে একধাপে কমিয়ে দিয়েছে। ভিভো এই স্মার্টফোনটি গত বছর সেপ্টেম্বর লঞ্চ করা হয়ছিল। ভিভো টি3 আল্ট্রা ফোন MediaTek Dimensity 9200+ প্রসেসরে কাজ করে। এছাড়া এতে 5500mAh এর বড় ব্যাটারি, 12GB RAM মতো ফিচার পাওয়া যাবে। স্লিম এবং স্টাইলিশ ডিজাইন সহ ভিভো টি3 আল্ট্রা ফোনটি 31,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছিল।
লঞ্চের পর ভারতের বাজারে এই ফোনের দাম অনেকটা কমিয়ে দিয়েছিল কোম্পানি। এখন আবারও এই ফোনের দাম কমে গেছে। নতুন দামের সাথে ভিভো টি3 আল্ট্রা ফোনটি 1 মে থেকে কেনা যাবে।
আরও পড়ুন: মাত্র 4699 টাকা থেকে শুরু Portable Air Cooler এর দাম, অ্যামাজন গ্রেট সামার সেলে দেদার ছাড়
ভিভো টি3 আল্ট্রা ফোনের দাম ভারতে এখন 8GB+128GB স্টোরেজ মডেলের দাম 27,999 টাকা থেকে শুরু। তবে 8GB+256GB এবং 12GB+256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 29,999 এবং 31,999 টাকায় কেনা যাচ্ছে।
নতুন দামের সাথে ফোনটি আজ অর্থাৎ 1 মে থেকে কেনা যাবে। জানুয়ারি মাসেও ভিভো টি3 আল্ট্রা ফোনের দাম লঞ্চ দাম থেকে 2000 টাকা সস্তা করা হয়েছিল। লঞ্চের সময় ডিভাইসের দাম ছিল 31,999 টাকা, 33,999 টাকা এবং 35,999 টাকা।
ফিচারের কথা বললে, ভিভো টি3 আল্ট্রা ফোনে 6.78-ইঞ্চির 1.5K কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের ক্ষেত্রে ভিভো টি3 আল্ট্রা ফোনটি MediaTek Dimensity 9200+ চিপসেটে কাজ করে, যা 12GB পর্যন্ত LPDDR5X RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 অনবোর্ড স্টোরেজ সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো টি3 আল্ট্রা ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে অটোফোকস এবং OIS সাপোর্ট সহ 50MP Sony IMX921 প্রাইমারি ক্যামেরা এবং 8MP ওয়াইড-এঙ্গেল শুটার রয়েছে। ফ্রন্ট সেলফি তোলার জন্য অটোফোকস সাপোর্ট সহ 50MP সেন্সর পাওয়া যাবে।
পাওয়ার দিতে ভিভো টি3 আলট্রা ফোনে 5500mAh ব্যাটারি রয়েছে যা 80W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে এতে IP68 রেটিং দেওয়া।
আরও পড়ুন: পুরো 25000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Samsung এর ফ্ল্যাগশিপ AI ফোন, 7 বছর পর্যন্ত থাকবে একদম নতুন