Vivo T3 Lite 5G smartphone price drop under 10000 in India
আপনি যদি নতুন স্মার্টফোন কিনতে চান এবং বাজেট 10 হাজার তবে vivo T3 Lite 5G ফোন একটি ভাল বিকল্প হতে পারে। ভিভো টি3 লাইট 5জি ফোনটি Flipkart সাইটে 10 হাজারের কম দামে কেনার সুযোগ দিচ্ছে। 50MP মেইন ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ আসা ভিভো টি3 লাইট ফোনের নতুন দাম কত আসুন জেনে নেওয়া যাক।
ভিভো টি3 লাইট 5জি ফোনটি ফ্লিপকার্ট সাইটে 10,499 টাকা দামে লিস্ট করা। তবে কোম্পানি এই ফোনে যেকোনো ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড পেমেন্টে 500 টাকা ছাড় পাওয়া যাবে।
আরও পড়ুন: Nothing Phone 3 ফোনের দাম লিক, প্রিমিয়াম ফিচার সহ দেবে Galaxy S25+ ফোনকে টেক্কা
ছাড়ের পর গ্রাহকরা 9,999 টাকায় ভিভো টি৩ লাইট ৫জি ফোনটি কিনতে পারবেন। যার মানে ভিভো টি3 লাইট 5জি ফোনের দাম কমে দশ হাজার টাকা কম হয় গেছে। এই দামে ফোনের 4GB+128GB স্টোরেজ মডেলটি কেনা যাবে।
গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 7150 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। যার পরে এই ফোনের দাম আরও কমে যাবে।
ফিচারের কথা বললে, ভিভো টি৩ লাইট ৫জি ফোনটি 6.56 ইঞ্চি ডিসপ্লে সহ আসে। পারফরম্যান্সের ক্ষেত্রে ভিভো টি৩ লাইট ৫জি ফোনটি Dimensity 6300 প্রসেসরে কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো টি৩ লাইট ৫জি ফোনে 50MP মেইন সেন্সর এবং 2MP ক্যামেরা সহ পেয়ার করা। ফ্রন্টে ভিভো ফোনে 8MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে ভিভো টি৩ লাইট ৫জি ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।