ভিভো টি4 এর দাম 20 হাজার থেকে 25 হাজারের মাঝামাঝি হবে বলে আশা করা হচ্ছে
Vivo T4 5G launch confirmed with 7300 mah big battery
ভিভো সম্প্রতি তার T series এর ফোন Vivo T4x লঞ্চ করেছিল। এখন কোম্পানি T সিরিজের একটি আরও ফোন Vivo T4 5G আনতে চলেছে। আপকামিং ভিভো টি4 ফোনে আরও বড় ব্যাটারি দেওয়া হবে। ভিভো টি4 ফোনটি ভারতে 22 এপ্রিল লঞ্চ করা হবে। আপকামিং ফোনের টিজারও প্রকাশ হয়েছে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং ভিভো টি4 ফোনের দাম কত হবে এবং ফিচার কী থাকবে।
7300mAh ব্যাটারি সহ সবচেয়ে পাতলা ফোন Vivo T4
আপকামিং ভিভো টি4 স্মার্টফোনে 7300mAh এর শক্তিশালী ব্যাটারি হবে। শুধু তাই নয়, কোম্পানির দাবি যে ভিভো টি4 ভারতের এখন পর্যন্তর সবচেয়ে পাতলা স্মার্টফোন হবে, যেখানে এত বড় ব্যাটারি দেওয়া হবে।
ভিভো টি4 এর দাম 20 হাজার থেকে 25 হাজারের মাঝামাঝি হবে বলে আশা করা হচ্ছে। বলে দি যে Vivo T3 ফোনটি ভারতে 19,999 টাকা শুরুর দামে আনা হয়ছিল।
কেমন হবে ভিভো টি4 ফোনের স্পেসিফিকেশন
7300mAh এর বড় ব্যাটারি সাপোর্ট করার জন্য স্মার্টফোনে 90W ওয়্যারড ফ্ল্যাশ চার্জ দেওয়া হবে। এটি রির্ভাস চার্জিংও অফার করবে। গ্রাহকরা এটির সাতে অন্য ডিভাইসও চার্জ করতে পারবেন এবং চার্জিং বায়পাস করতে পারবেন।
ডিসপ্লের কথা বলে, ভিভো টি4 5জি ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চির ফুল HD+ AMOLED কোয়াড-কার্ভড প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে।
প্রসেসর হিসেবে ভিভো টি4 Snapdragon T4 5G চিপসেটে কাজ করতে পারে।
ফটোগ্রাফির ক্ষেত্রে এতে টি4 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। এতে OIS সহ 50MP সোনি IMX882 সেন্সর এবং 2MP সেকেন্ডারি সেন্সর হবে। ফ্রন্টে 32MP সেলফি ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.