নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? নভেম্বর মাসে আসছে OnePlus থেকে OPPO, iQOO, Realme স্মার্টফোন

Updated on 02-Nov-2025

উৎসবের মাস অক্টোবর এবার শেষ হয়, এসে গেল নভেম্বর। 2025 সালের নভেম্বর মাস প্রযুক্তিপ্রেমীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নভেম্বর মাসে স্মার্টফোন কোম্পানিরা আলাদা-আলাদা সেগামেন্টে নতুন ফ্ল্যাগশিপ এবং মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। OnePlus থেকে OPPO, iQOO এবং Realme, সমস্ত কোম্পানি এই মাসে তাদের নতুন ডিভাইসগুলি চালু করতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক নভেম্বরে কোন স্মার্টফোনগুলি লঞ্চ হতে চলেছে এবং তাদের ফিচার কী কী।

OnePlus 15 Series

ওয়ানপ্লাস এর পরবর্তী ফ্ল্যাগশিপ, ওয়ানপ্লাস 15 সিরিজ, নভেম্বরে লঞ্চ হতে চলেছে। এর মাইক্রোসাইট ইতিমধ্যেই Amazon-এ লাইভ। রিপোর্ট অনুসারে, ওয়ানপ্লাস 15 ফোনে থাকবে 6.78-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি বড় 7300mAh ব্যাটারি। ক্যামেরার ক্ষেত্রে, ফোনে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। লিক অনুযায়ী গ্লোবাল লঞ্চ 12 নভেম্বর এবং ভারতে 13 নভেম্বর লঞ্চ হবে।

আরও পড়ুন: Jio এর 3GB ডেটা এবং ফ্রি Netflix সহ সস্তা রিচার্জ প্ল্যান, দীর্ঘ ভ্যালিডিটি সহ মিলবে আনলিমিটেড কলিং

OPPO Find X9 Series

ওপ্পো ফাইন্ড এক্স9 সিরিজ গত মাসে চীনে চালু করা হয়েছে। এবার চলতি মাসে ভারতে ওপ্পোর এই ফোন লঞ্চ করা হবে। ভারতে এই সিরিজের ফাইন্ড এক্স9 এবং ফাইন্ড এক্স9 প্রো লঞ্চ হতে পারে। এই দুটি ফোনেই MediaTek Dimensity 9500 চিপসেট থাকবে। এটি AI সাপোর্ট সহ ক্যামেরা সেটআপ দেওয়া হবে।

Realme GT 8 Pro

রিয়েলমির আপকামিং জিটি 8 প্রো স্মার্টফোনে Ricoh GR Optics সহ ক্যামেরা সেটআাপ থাকবে। এই ফোনে থাকবে Snapdragon 8 Elite Gen 5 Chip সহ HyperVision AI chip থাকতে পারে। এই ফোনের চীনে মডেলে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7000mAh ব্যাটারি সহ 6.9 ইঞ্চির ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।

iQOO 15

26 নভেম্বর iQOO 15 স্মার্টফোন গ্লোবাল বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এতে একটি বড় 7000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং থাকবে। এতে Snapdrgon 8 Elite Gen 5 প্রসেসর পাওয়া যাবে। এতে ডেডিকেটেড Q3 গেমিং চিপ পাওয়া যাবে। আইকিউ 15 তে OriginOS 6 থাকবে।

আরও পড়ুন: নভেম্বর মাসেই ভারতে আসছে Realme GT 8 Pro, 16GB RAM এবং শক্তিশালী প্রসেসর সহ থাকবে আর কোন ফিচার জানুন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :