15000 টাকার দাম এবং 64MP ক্যামেরা সহ এই ফোনে কোনটি সেরা, জেনে নিন ভারতের বেস্ট স্মার্টফোন

Updated on 19-Mar-2021
HIGHLIGHTS

64MP ক্যামেরার ফোনের দাম 15000 টাকা

১৫০০০ টাকার কম দামে সেরা স্মার্টফোনের লিস্ট

Budget Smartphone কেনা যাবে 15000 টাকার কম দামে

আপনি যদি কোনও ভার ক্যামেরা ফোনের খোঁজ করছেন, তবে এই খবর আপনার জন্য। এখানে আমরা ভারতের বাজারে পাওয়া কয়েকটি সেরা স্মার্টফোন সম্পর্কে বলবো। এই ফোনগুলি 64 মেগাপিক্সেল ক্যামেরা সহ কেনা যাবে। এর পাশাপাশি আপনার যদি বাজেট কম হয় তবেও চিন্তা কোনও কারণ নেই। কারণ এই লিস্টে দেওয়া সমস্ত ফোন আপনার বাজেটে কেনা যাবে। কম দামে ফোন থেকে শুরু করে প্রিমিয়াম সেগামেন্টের স্মার্টফোন এখানে দেওয়া হচ্ছে। তবে আসুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই 64MP ক্যামেরা সহ আসা এই ফোনগুলির বিষয়….

Redmi Note 9 Pro Max

Redmi Note 9 Pro Max-এ রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে। Redmi Note 9 Pro-এ Android ১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G প্রসেসর, রয়েছে Adreno 618 GPU গ্রাফিক কার্ড। ছবি তোলার জন্য ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটা আপ। প্রাইমারি ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। আর সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলে ইন ডিসপ্লে ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে ৫,০২০ mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জার।

Poco X3

Poco X3 ফোনে রয়ছে 6.67 ইঞ্চি ডিসপ্লে, যা 2340×1080 পিক্সেলের রেজোলিউশন সহ আসে। এই নতুন ফোনটি Android 10 এর ভিত্তিতে MIUI 12 অপারেটিং সিস্টেমে কাজ করে। Poco X3 ফোনটি 8GB পর্যন্ত LPDDR4X র‌্যাম সহ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G SoC, অ্যাড্রেনো 618 জিপিইউ দ্বারা চালিত হয়। ফোটোগ্রাফির জন্য় Poco X3 ফোনে দেওয়া হয়েছে AI কোয়াড রিয়ার ক্যামেরা। ফোনের প্রাথমিক ক্যামেরা 64 মেগাপিক্সেলের, 13 মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল লেন্স সেন্সর, একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। সেলফির জন্য় দেওয়া 20 মেগাপিক্সেল ক্যামেরা Poco X3 এর 6000mAh এর শক্তিশালী ব্যাটারি রয়েছে, যা 33W ফাস্ট চার্জিংকে সপোর্ট করবে।

Realme 7

ফোনটিতে 2400×1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.5-ইঞ্চি ফুল এইচডি+ডিসপ্লে রয়েছে। 90Hz রিফ্রেশ রেট সহ আসা এই ফোনের স্ক্রিন-টু-বডি অনুপাত 90.5 শতাংশ। ফোনের স্ক্রিনে কর্নিং গরিলা গ্লাস এর সুরক্ষা দেওয়া। ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ এই ফোনে রয়ছে হেলিও জি 95 গেমিং প্রসেসর। ফটোগ্রাফির জন্য ফোনে একটি ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। সেলফির জন্য আপনি ফোনে একটি ১৬ মেগাপিক্সেল ইন-ডিসপ্লে ক্যামেরা পাবেন। রিয়্যালিটি 7টিতে 5000mAh ব্যাটারি রয়েছে যা ৩০ ওয়াট ডার্ট চার্জিংকে সপোর্ট করে।

Samsung Galaxy F41

Galaxy F41 ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস sAMOLED ইনফিনিটি ইউ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে ২.৩ গিগাহার্টজ এক্সিনস অক্টা কোর ৯৬১১ প্রসেসর। সঙ্গে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড ওয়ান ইউআই কোর সিস্টেমে চলবে। ছবি তোলার জন্য Galaxy F41-এ রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের, সেই সঙ্গে আছে ৫ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। সেলফির জন্য আছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। পাওয়ারের জন্য এতে রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি।

Moto G30

মোটো G30 ফোনে 6.5 ইঞ্চি ম্যাক্স ভিশন এইচডি + ডিসপ্লে রয়েছে। ফোনে 2Hz অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর রয়েছে। ফোনে 4 জিবি র‌্যাম এবং 64 জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে। Moto G30 ফোনের ক্যামেরার কথা যদি বলি তবে ফোনে রয়েছে 64 মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। হ্যান্ডসেটে অ্যাপারচার f / 2.2 সহ একটি 8-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা রয়েছে, অ্যাপারচার f / 2.4 সহ একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো এবং অ্যাপারচার f / 2.4 সহ একটি 2-মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সেলফির জন্য ফোনে অ্যাপারচার এফ / 2.2 সহ ফোনে একটি 13-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ব্যাটারির কথা বললে, 5000mAh এর ব্যাটারি Moto G30 ফোনে দেওয়া হয়েছে।

Moto G9 Power

Moto G9 Power নতুন স্মার্টফোনে রয়েছে 6.8 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে। প্রসেসর হিসেবে এই ফোনে দেওয়া হয়েছে Qualcomm-এর Snapdragon 662 প্রসেসর। 4GB RAM এবং 64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টসের এই ফোনে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে। Moto G9 Power স্মার্টফোনে থাকছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 64MP। এছাড়াও একটি 2MP ম্যাক্রো এবং আর একটি 2MP ডেপথ্ সেন্সর রয়েছে Motorola-র নতুন এই হ্যান্ডসেটে। সেলফির জন্য অর্থাৎ ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে Moto G9 Power-এ থাকছে একটি 16MP সেন্সর। Motorola স্মার্টফোনে একটি 6000mAh ব্যাটারি রয়েছে, যা 20W অবধি ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Redmi Note 8 Pro

Redmi Note 8 Pro ফোনটিতে আছে 64MP র ক্যামেরা। আর স্পেক্সের ক্ষেত্রে এই ফোনে আছে 6.5 ইঞ্চির একটি ডট নচ ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 91.4%। Redmi Note 8 Pro ফোনে আপনারা ক্যামেরার ক্ষেত্রে কোয়াড ক্যামেরা পাবেন আর এই ফোনে আছে একটি 64MP র মেন ক্যামেরা আর সঙ্গে আছে 8MP র আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল আর ফোনে আছে 2Mp র ম্যাক্রো লেন্স আর 2Mp র ডেপথ সেন্সার। আর এই ফোনে আছে 20MP র ক্যামেরা যা AI ফিচারের স্নবগে আসবে। Redmi Note 8 Pro ফোনে আপনারা 4500mAh এর ব্যাটারি পাবেন।

Tecno Camon 16

স্মার্টফোনে একটি 6.8 ইঞ্চি এইচডি + ডিসপ্লে রয়েছে। সেলফি তোলার জন্য ডিসপ্লেতে পাঞ্চহোল ডিজাইন দেওয়া হয়েছে। ফোনে মিডিয়াটেক হেলিও জি 79 প্রসেসর রয়েছে 4 জিবি র‌্যাম, 64 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ। ফোনটি অ্যান্ড্রয়েড -10 ভিত্তিক হাইওএস 7.0 অপারেটিং সিস্টেমটিতে কাজ করে। ফটোগ্রাফির জন্য ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। রিয়ার ক্যামেরায় একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি 2-মেগাপিক্সেল গভীরতা সেন্সর, একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একটি এআই লেন্স রয়েছে। এতে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটিতে 5000mAh ব্যাটারি রয়েছে, যা 18W দ্রুত চার্জিংকে সপোর্ট করে।

Realme 6

Realme 6 ফোনটিতে আপনারা 6.5 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে মিডিয়াটেক হেলিও G90T প্রসেস্র। এই ফোনে আপনারা এর সঙ্গে পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ। যা মেন 64MP র ক্যামেরার সঙ্গে 8MP র একটি আর দুটি 2MP র ক্যামেরা অফার করছে। আর এই Realme 6 ফোনের ফ্রন্টে পাঞ্চ হোল ডিসপ্লেতে আছে একটি 16 MP র ফ্রন্ট ক্যামেরা। ফোনে আছে একটি 43000mAh য়ের ব্যাটারি যা 30 W ফাস্ট চার্জ সাপোর্ট করে। 4GB/64GB, 6GB/18GB আর 8GB/128GB আর এই তিনটি ভেরিয়েন্টই আপনারা 256GB পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন।

Realme X3 SuperZoom

Realme X3 SuperZoom ফোনে 6.6-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এগুলি ছাড়াও ব্যবহারকারীরা এই ডিভাইসে স্ন্যাপড্রাগন 855 প্লাস প্রসেসর পেয়েছেন। এই স্মার্টফোনটি Android 10 এর ভিত্তিতে রিয়েলমি অপারেটিং সিস্টেমটিতে কাজ করে। এই স্মার্টফোনে একটি কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়, যার মধ্যে একটি -64 মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর, 8-মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স ( সপোর্ট 5x ডিজিটাল জুম), একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। এটি ছাড়াও, এই স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল সহ 8 মেগাপিক্সেলের ডুয়াল সেলফি ক্যামেরা রয়েছে। ফোনে 30 ওয়াট ডার্ট চার্জ প্রযুক্তি সহ ব্যবহারকারীরা এই স্মার্টফোনে 4,200 এমএএইচ ব্যাটারি পেয়েছেন।

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Connect On :