Nokia 4.2 স্মার্টফোনটি কাল লঞ্চ হবে, এর স্পেসালিটি জানেন?

HIGHLIGHTS

Nokia 4.2 ফোনটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লের সঙ্গে আসবে

15,000 টাকা দামের মধ্যে লঞ্চ হতে পারে

গুগল অ্যাসিস্টেন্স্র জন্য ডেডিকেটেড বটন দেওয়া হবে

Nokia 4.2 স্মার্টফোনটি কাল লঞ্চ হবে, এর স্পেসালিটি জানেন?

HMD গ্লোবাল ফেব্রুয়ারি মাসে তাদের  Nokia 3.2, Nokia 9 Pureview স্মার্টফোনের সঙ্গে Nokia 4.2 এনেছি। আর এবার ভারতে এই Nokia 4.2ফোনটি লঞ্চ করার কথা জানা গেছে আর এখানে আপনাদের বলে রাখি যে ফোনটি ভারতে 7 মে লঞ্চ করা হবে। এই স্মার্টফোনটি প্রধান বৈশিষ্ট্য এর ডুয়াল রেয়ার ক্যামেরা স্ন্যাপড্র্যাগন 439 SoC, 5.71 ইঞ্চির HD+ 19:9 ডিসপ্লে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nokia 4.2 ফোনটি লঞ্চের টিজারে পাওয়ার বটন আছে যা LED নোটিফিকেশান লাইট আর ডেডিকেটেড গুগল অ্যাসিস্টেন্স বটন যুক্ত। আর এখন Nokia 4.2 ফোনটি ভারতের দাম জানা না গেলেও US তে ডিভাইসের 2GB র‍্যাম আর 16GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম US$ 169(প্রায় Rs 12,005) আর 3GB র‍্যাম আর 32GB ভেরিয়েন্টের দাম US$ 199 (প্রায় Rs 14,135)লঞ্চ করা হয়েছিল। আর এই স্মার্টফোনটি ব্ল্যাক আর পিঙ্ক স্যান্ড কালার অপশানে আসবে।

Nokia 4.2 ফোনের স্পেসিফিকেশান

Nokia 4.2 ফোনটিতে 5.71 ইঞ্চির HD+ ফুল ভিউ ডিসপ্লে আছে আর এর রেজিলিউশান 1520×720 পিক্সাল আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনটিতে 2.5D কার্ভড দেওয়া হয়েছে। আর এই স্মার্টফোনে আপনাররা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন অক্টা কোর 439 পাবেন। আর এই ফোনটি 505 GPU যুক্ত। আর এই ফোনে আপনারা 2GB র‍্যাম আর 16GB স্টোরেজ পাবেন আর এই ফোনের 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ দেওয়া হচ্ছে আর যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 400GB পর্যন্ত এক্সপেন্ড ক্র যাবে।

Nokia 4.2 ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 9.0 পাই পাবেন। আর এই ফোনের ক্যামেরার কথা যদি বলি তবে ফোনে আপনারা 13মেগাপিক্সালের প্রাইমারি ক্যামেরা পাবেন আর সঙ্গে আছে 2 মেগাপিক্সালের সেকেন্ডারি ক্যামেরা আর এই ফোনে আছে একটি 3000mAH য়ের ব্যাটারি।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo