আজকে অ্যামাজন থেকে Honor 8 ফোনটি 48% ডিস্কাউন্টে কিনতে পাওয়া যাচ্ছে

Updated on 27-Dec-2017
HIGHLIGHTS

এই ফোনটির সানরাইজ গোল্ড ভেরিয়েন্টেটি আজকে অ্যামাজন থেকে বিপুল ডিস্কাউন্টের সঙ্গে কেনা যাচ্ছে

আজকে Honor 8 ফোনটির ওপর অ্যামাজন 48% এর ডিস্কাউন্ট দিচ্ছে। যারা অনেক দিন ধরেই এই ফোনটি কেনার কথা ভাবছিলেন আজকে তাদের কাছে একটি ভাল সুযোগ এসেছে। আর এই ফোনটি আজকের এই বিপুল ডিস্কাউন্টের পরে 29,999 টাকার বদলে মাত্র 15,590 টাকায় আপনার হতে পারে। আজকে এই ফোনটি অ্যামাজন থেকে কিনলে আপনি আপনার 14,409 টাকা সেভ করতে পারবেন।

আমরা এবার এই ফোনটির স্পেসিফিকেশান গুলি দেখে নি। এই ফোনটিতে 5.2-ইঞ্চির LTPS টাচস্ক্রিন ডিসপ্লে আছে যার রেজিলিউশান 1920 x 1080  পিক্সাল।এই ফোনটিতে 12MP ‘র ডুয়াল রেয়ার ক্যামেরা আর 8MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড v6.0  মার্শমেলো আছে আর এই ফোনে হিলিকন কিরিন 950  অক্টা কোর প্রসেসার আছে।

এই ফোনটির র‍্যাম 4GB  আর এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ 32GB যা 128GB অব্দি এক্সপেন্ড করা যায়। এই ফোনটির ব্যাটারি 3000mAH এর।

আজকে এই Honor 8 ফোনটি 15,590 টাকায় অ্যামাজন থেকে কেনা যাবে আর এটি 741টাকার EMI দিয়েও আপনার হতে পারে।

Connect On :