আজকে এই 4 GB র‍্যাম ও 32 GB স্টোরেজের ফোনটি আপনি ফ্লিপকার্টে 33% ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে

HIGHLIGHTS

আজকে এই ফোনটি আপনি ফ্লিপকার্ট থেকে এক্সচেঞ্জ অফারেও কিনতে পারবেন

আজকে এই 4 GB র‍্যাম ও 32 GB স্টোরেজের ফোনটি আপনি ফ্লিপকার্টে 33% ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে

আপনি যদি অনেক দিন ধরেই একটি ভাল স্মার্টফোন কেনার কথা ভাবছিলেন তবে আজকে আপনার কাছে একটি ভাল স্মার্টফোন ভাল ডিস্কাউন্টের অফারে কিনতে পারবেন। আসলে আজকে LeEco Le Max2  স্মার্টফোনটি ফ্লিপকার্টে ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া জাচ্ছে।আসলে এই ফোনটির আসল দাম 17,999 টাকা কিন্তু আজকের 33% ডিস্কাউন্টের পরে আপনি এটি 11,999 টাকায় নিজের করতে পারবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ফোনটির র‍্যাম 4 GB র‍্যাম ও ইন্টারনাল স্টোরেজ 32 GB। এই ফোনটির ব্যাটারি 3100 mAh এর আর এর ফ্রন্ট ক্যামেরা 8MP’র আর রেয়ার ক্যামেরা 21MP’র। এই ফোনটিতে 5.7 ইঞ্চির Quad HD ডিসপ্লে আছে। এই ফোনটির প্রসেসার কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 820 ।

আজকে এই ফোনটি আপনি এক্সচেঞ্জ অফারেও কিনতে পারবেন আর এক্সচেঞ্জ অফারে ফোনটি কিনলে আপনি ফোনটি 11,000 টাকাতেও কিনতে পারবেন। ফোনটি ক্যাশ অন ডেলিভারিতেও কেনা যাচ্ছে এটি 582 টাকার মান্থলি ইন্সটলমেন্টে কেনা যাবে।এটি আজকে রোস গোল্ড কালারে আপনার হতে পারে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo