এই স্মার্টফোনটি গত বছর ডিসেম্বরে চিনে লঞ্চ করা হয়েছিল, আর আপনাদের এও জানিয়ে রাখি যে এই স্মার্টফোনটির বড় ভার্শান Xiaomi Redmi 5 Plusও লঞ্চ করা হয়েছিল। তবে কোম্পানি Xiaomi Redmi 5 Plus স্মার্টফোনটি ভারতে Redmi Note 5 হিসাবে লঞ্চ করেছে। আর এবার এটাই দেখার যে এই স্মার্টফোনটি কি ভারতে কোম্পানির চাহিদা একই রকম রাখে কিনা।
Xiaomi Redmi 5 স্মার্টফোনটির 5.7-ইঞ্চির HD+ রেজিলিউশান যুক্ত ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এছাড়া এর রেজিলিউশান 1440×720 পিক্সাল। আর আপনাদের এও বলে রাখি যে এই স্মার্টফোনটি 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত স্ক্রিনের সঙ্গে লঞ্চ করা হয়েছে।
স্মার্টফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 450 প্রসেসার পাবেন আর এর সঙ্গে এতে 2GB র্যামের সঙ্গে 16GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর এছাড়া এই স্মার্টফোনটির একটি 32GB স্টোরেজ ভেরিয়েন্টও লঞ্চ করা হয়েছে, যা আপনারা 3GB র্যাম আর 4GB র্যাম অপশানে পাবেন।
এই ফোনটিতে আপনারা একটি 12-মেগাপিক্সালের প্রাইমারি আর 5-মেগাপিক্সালের সেকেন্ডারি ক্যামেরা পাবেন। এই দুটি ক্যামেরার মাধ্যমে আপনারা 1080 ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এই ফোনটিতে একটি 3300mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনটির 2GB র্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,999 টাকা আর এই ফোনটির 3GB র্যাম আর 4GB র্যাম ভেরিয়েন্টের দাম যথাক্রমেঃ 8,999 টাকা আর 10,999 টাকা।