অফিসিয়ালি লঞ্চ হওয়ার আগে Moto Z3 Play র এই ছবি গুলি দেখা গেল

HIGHLIGHTS

Moto Z3 Play স্মার্টফোনটিকে নিয়ে অফিসিয়ালি কিছু লিক এসেছে, আর এখানে এই স্মার্টফোনের কিছু ছবি দেখা গেছে আর এর মধ্যে কিছু আমরা আগেই গুজবে জেনেছিলাম

অফিসিয়ালি লঞ্চ হওয়ার আগে Moto Z3 Play র এই ছবি গুলি দেখা গেল

Moto Z3 Play স্মার্টফোনটিকে নিয়ে এবভার একটি অফিসিয়াল লিক সামনে এল যেখানে এই স্মার্টফোনটির কিছু ছবি দেখা গেছে। আর এই ছবি তেমন যেমন আমরা এর আগে কিছু লিকে দেখেছিলাম। এই ডিভাইসটি ব্রাজিলের একটি ইভেন্টে 6জুন লঞ্চ করা হবে। আর এই ডিভাইসটিকে নিয়ে বেশ কিছু লিক সামনে এসেছে আর এই লিক থেকে এর অফিসিয়াল ছবি সামনে এল।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই নতুন ছবি গুলি Winfuture.de র মাধ্যমে দেখা গেছে, আর এছাড়া আমরা এগুলি এর আগেও বেশ কয়েক বার দেখেছি বিভিন্ন গুজবে। এই নতুন ছবি গুলিতে এই স্মার্টফোনটির ডুয়াল ক্যামেরা দেখা গেছে। আর এছাড়া এর ব্যাকে একটি সার্কুলার মডিউলার দেখা গেছে। আর আমরা এরকম এর আগে অন্য কিছু মডেলেও দেখেছি।

আর এর পরে এই ডিভাইসটিকে নিয়ে বেশ কিছু খবরও জানা গেছে। এই ডিভাইসটিকে নিয়ে এখনও পর্যন্ত অনেক লিক সামনে এসেছে। এই ডিভাইসে একটি 6ইঞ্চির FHD+ 2160×1080 পিক্সাল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে আর এটি একটি 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে।

এই ডিভাইসটিতে স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসার আর 3GB র‍্যাম ছাড়া 32Gb স্টোরেজ আছে আর এই স্টোরেজ একটি কমিয়ে লঞ্চ করা হতে পারে। আর এছাড়া এই ফোনের অন্য দুটি ভেরিয়েন্টে 6GB র‍্যাম আর 64GB স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হতে পারে।

এই ফোনটিতে একটি 3,000mAh য়ের ক্ষমতা যুক্ত ব্যাটারি থাকতে পারে। আর এই ডিভাইসের অ্যান্ড্রয়েড 8.1 Oreo তে কাজ করতে পারে। আর এরকম বলা যেতে পারে যে এই ডিভাইসটি জুনে লঞ্চ করা হতে পারে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo