অ্যামাজনে 3 GB র‍্যাম আর 32 GB স্টোরেজের এই ফোন গুলি কিনতে পাওয়া যাচ্ছে

HIGHLIGHTS

আজকের এই তালিকায় যে স্মার্টফোন গুলি আছে সেগুলির স্টোরেজ 32 GB ‘র

অ্যামাজনে 3 GB র‍্যাম আর 32 GB  স্টোরেজের এই ফোন গুলি কিনতে পাওয়া যাচ্ছে

অ্যামাজন প্রায়ই কোন না কোন স্মার্টফোনের ওপর ডিস্কাউন্ট দেয়। আর আজকেও তারা স্মার্টফোনের ওপর ডিস্কাউন্ট দিচ্ছে। তবে আজকে অ্যামাজন যে ফোন গুলির ওপর ডিস্কাউন্ট দিচ্ছে সেগুলি 3 GB র‍্যাম আর 32 GB  স্টোরেজ যুক্ত ফোন। আর এই ফোন গুলির মধ্যে কোনটি যদি আপনার পছন্দ হয় তবে তা সহজেই নিজের করতে পারবেন। তবে আসুন দেখা যাক যে আজকে অ্যামাজন কোন কোন ফোনের ওপর কি ডিস্কাউন্ট দিচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

10.or E (Beyond Black)
এই স্মার্টফোনটি আজকে অ্যামাজনে 6,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটির আসল দাম সাইটে 9,999টাকা বলা হয়েছে। এই ফোনটির র‍্যাম 3 GB আর ইন্টারনাল স্টোরেজ 32 GB। এই ফোনটির ব্যাটারি 4000 mAH এর। এখান থেকে কিনুন।

Redmi 4 (Black)
এই রেডমির ফোনটি আপনি আজকে অ্যামাজনে 8,999 টাকায় কিনতে পাওয়া যাবে। এই ফোনটির র‍্যাম 3 GB আর ইন্টারনাল স্টোরেজ 32 GB। এই ফোনটি 428টাকার মান্থলি ইন্সটলমেন্টে কিনতে পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি 4100mAH এর। এখান থেকে কিনুন।

Redmi Y1 (Gold)
এই রেডমির ফোনটি আজকে অ্যামাজনে 8,999 টাকায় কিনতে পাওয়া যাবে। এই ফোনটির আসল দাম সাইটে 9,999 টাকা বলা হয়েছে। এই ফোনটির র‍্যাম 3 GB আর ইন্টারনাল স্টোরেজ 32 GB। এই ফোনটি 428টাকার মান্থলি ইন্সটলমেন্টে কিনতে পাওয়া যাবে। এর ব্যাটারি 3080mAH এর। এখান থেকে কিনুন।

Micromax Canvas Infinity (Black)
এই মাইক্রোম্যাস্কের ফোনটি আজকে অ্যামাজন থেকে 8,799টাকায় কিনতে পাওয়া যাবে। এই ফোনটির আসল দাম সাইটে 13,999টাকা বলা হয়েছে। এই ফোনটির র‍্যাম 3 GB আর ইন্টারনাল স্টোরেজ 32 GB। এটি 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ফোন। এই ফোনটি 418টাকার মান্থলি ইন্সটলমেন্টে কিনতে পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।

Moto G5 Plus (Fine Gold)
এই মোটোরোলার ফোনটি আজকে অ্যামাজন থেকে 11,899টাকায় কিনতে পাওয়া যাবে। সাইটে এই ফোনটির আসল দাম 16,999টাকা বলা হয়েছে। এই ফোনটির র‍্যাম 3 GB আর ইন্টারনাল স্টোরেজ 32 GB। এর ব্যাটারি 3000mAH এর।এই ফোনটি 566টাকার মান্থলি ইন্সটলমেন্টে কিনতে পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন। 

Mi Max 2 (Black)
এই ফোনটি আজকে অ্যামাজন থেকে 13,999টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটিরা স্ল দাম সাইটে 14,999টাকা বলা হয়েছে। এই ফোনটি 666টাকার মান্থলি ইন্সটলমেন্টে কিনতে পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দামে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, আসলে সাইটে জিনিসের দামের পরিবর্তন সেই সাইটের লোকেরাই করে থাকেন।

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo