Specs য়ের তুলনায় আজকে Asus Zenfone Max Pro M2 আর Asus Zenfone Max M2

HIGHLIGHTS

Asus Zenfone Max Pro M2 ফোনটি ভারতে Asus Zenfone Max M2 ফোনের সঙ্গে এক সঙ্গে 10 ডিসেম্বর লঞ্চ করা হয়েছে আর আজকে এই দুটি ফোনের স্পেকস আর ফিচার্সের তুলনা করা হবে

Specs য়ের তুলনায় আজকে Asus Zenfone Max Pro M2 আর Asus Zenfone Max M2

Asus Zenfone Max Pro M2 ফোনটি ভারতে কোম্পানির নতুন বাজেট ফোন আর এই ফোনটিতে কর্নিং গোরিলা গ্লাস 6 দেওয়া হয়েছে। আর এই ফোনটি তিনটি ভেরিয়েন্টয়ে এসেছে 4GB/32GB, 4GB/64GB আর 6GB/128GB। আর এই ফোনটির বেস মডেলের দাম ভারতে 12,999 টাকা। আর অন্য দিকে Asus Zenfone Max M2 ফোনটি একই সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই দুটি ডিভাইস আলাদা আলাদা স্পেসিফিকেশান আর ফিচার্সের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ডিসপ্লে

Asus Zenfone Max Pro M2 ফোনটি 6.3ইঞ্চির FHD+ নচ ডিসপ্লের সঙ্গে 1080×2280 পিক্সাল রেজিলিউশানের সঙ্গে এসেছে। আর এই স্মার্টফোনটিতে কর্নিং গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান যুক্ত আর এর আগে বাজেট স্মার্টফোনে এই ধরনের কিছু ছিল না।

আর অন্য দিকে Asus Zenfone Max M2 ফোনটি 6.26 ইঞ্চির ডিসপ্লে আর 720×1520 পিক্সাল রেজিলিউশান যুক্ত। আর এই সময়ে বাজারে থাকা অন্য স্মার্টফোনের মতন এই ফোনটিতেও ফ্রন্ট ফেসিং ক্যামেরা আর স্পিকার দেয়াওয়া হয়েছে।

প্রসেসার আর মেমারি

Asus Zenfone Max Pro M2 ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার আছে। আর এই স্মার্টফোনের বেস মডেলটি 3GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত আর এই স্টোরেজকে 2TB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

Asus Zenfone Max M2 ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসার যুক্ত। আর এই ফোনে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে আছে 3Gb/32GB আর 4GB/64GB আর এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

ক্যামেরা

Asus Zenfone Max Pro M2 ফোনটি ডুয়াল 12MP+5MP ক্যামেরা যুক্ত যা 4K রেজিলিউশানের ভিডিও শুট করতে পারে। আর এর ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা আছে।

অন্য দিকে Asus Zenfone Max M2 ফোনটি 13MP র প্রাইমারি ক্যামেরা আর 2MP র ডেপথ সেন্সার যুক্ত আর এই ফোনের ফ্রন্টে একটি 8MP র ফ্রন্ট ক্যামেরা আছে।

Asus Zenfone Max Pro M2 ফোনটি ফ্লিপকার্টে 18 ডিসেম্বর থেকে কেনা যাবে আর এর তিনটি ভেরিয়েন্টেটি কেনা আজবে। আর সেখানে Asus Zenfone Max M2 ফোনটি 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে আর এর 4GB/64Gb মডেলের দাম 11,999 টাকা।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo