Xperia XZ2 স্মার্টফোনটি বেজেল লেস ডিজাইনের সঙ্গে আসতে পারে

Updated on 19-Dec-2017
HIGHLIGHTS

2018 সালের প্রথম দিকে বেজেল-লেস এক্সপিরিয়া ফোনটি আসতে পারে বলে মনে হচ্ছে

সম্প্রতি সোনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xperia XZ2  এর ইমেজ লিক হয়েছে, যা তেহেক এই ফোনটির বিষয়ে বেশ কিছু খবর জানা গেছে। Xperia XZ2 স্মার্টফোনটিতে তিন দিক থেকে বেজেল-লেস হবে বলে মনে হচ্ছে। ফোনটির পাওয়ার বটন সাইডে থাকবে। ভলিউম রাকার আর ক্যামেরা বটন ফোনটি ডান দিকে থাকবে। স্পিকার আর ইয়ারপিস ফোনের টপে থাকবে।

এই ডিভাইসটিতে 5.5ইঞ্চির ডিসপ্লে থাকবে। এতে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ থাকতে পারে। এই ফোনটিতে কোয়াল্কমের লেটেস্ট স্ন্যাপড্র্যাগন 845 চিপসেট থাকবে। 2018 সালের প্রথম দিকে বেজেল-লেস এক্সিপিরিয়েন্স ফোন আসতে পারে, কিন্তু এই সময় এটা জানা যায়নি যে এই এইমেজটি লিগাল কিনা। আর তাই যতক্ষণ অব্দিনা এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ এই নিয়ে বেশি কিছু বলা যাবেনা।

Connect On :