লঞ্চ হতে চলা এই স্মার্টফোনটির বিষয়ে কিছু খবর পাওয়া গেছে

HIGHLIGHTS

H8216 এর বিষয়ে নতুন একটি লিক সামনে এসেছে যা থেকে এটা জানা গেছে যে এই ডিভাইসটির মেজারমেন্ট 148 × 73.4 × 7.4 mm আর ওজন 156 গ্রাম হবে

লঞ্চ হতে চলা এই স্মার্টফোনটির বিষয়ে কিছু খবর পাওয়া গেছে

সোনির পরবর্তী স্মার্টফোন যা 2018 সালের স্মার্টফোনের লাইনআপের বিষয়ে কিছু লিক জানা গেছে, গত সপ্তাহে XZ Premium এর জায়গা নেওয়ার জন্য দুটি মডেল H8116 আর  H8166’র বিষয়ে লিক খবর পাওয়া গেছিল।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

H8216 এর বিষয়ে একটি নতুন লিক এসেছিল যা থেকে এটা জানা গেছে যে এই ডিভাইসটির মেজারমেন্ট 148 × 73.4 × 7.4 mm আর ওজন 156 গ্রাম হবে। আর এই ডিভাইসটি IP65/68 রেটিং এর সঙ্গে আসবে। এই ডিভাইসে নতুন ফ্ল্যাগশিপ IP65/68 কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 চিপসেট কাজ করবে আর এটি 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ যুক্ত হবে।

এর বিষয়ে এর আগের কিছু রিপোর্ট থেকে জানা গেছে যে এই ডিভাইসে 5.48 ইঞ্চির ডিসপ্লে থাকবে যার রেজিলিউশান 1,920 x 1,080 পিক্সাল হবে। এই ডিভাইসে পাতলা বেজেল থাকতে পারে।

এবার এই ডিভাইসটির ক্যামেরার বিষয়ে কিছু কথা বলা যাক। এই ফোনটিতে দুটি 12MP’র সেন্সার্স থাকবে আর এর ফ্রন্টে একটি 15MP’র সেন্সার থাকবে। এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও আর 3,130 mAh এর ব্যাটারি যুক্ত হবে আর যা কুইক চার্জ সাপোর্ট করবে। এই ডিভাইসে ডুয়াল সিম সাপোর্ট আর মাইক্রো USB পোর্ট থাকবে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo