8GB র‍্যামের দারুন কিছু স্মার্টফোন

Updated on 30-May-2019
HIGHLIGHTS

এই তালিকায় আমরা 8GB র‍্যামের কিছু স্মার্টফোন রেখেছি

এই তালিকায় আপনারা ভিভো থেকে ওপ্পো একাধিক কোম্পানির ফোন পাবেন

স্মার্টফোনের বাজারে এই সময়ে এমন বেশ কিছু স্মার্টফোন আছে যেগুলি 8GB র‍্যামের সঙ্গে এসেছে। আর আপনারাও যদি এমন একটি ফোন কিনতে চান যা বেশি র‍্যাম যুক্ত হবে তবে আপনারা এই ফোন গুলি একবার দেখতে পারেন। আমরা এই লিস্টে এমন কিছু স্মার্টফোন রেখেছি যেগুলির মধ্যে হুয়াওয়ে, স্যামসাং, ভিভো বা ওপ্পোর মতন বেশ কিছু কোম্পানির ডিভাইস নিজের জায়গা করে নিয়েছে। আর এই লিস্টে বেশ কিছু লেটেস্ট ডিভাইস আর কিছু 2018 সালে লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোন আছে। আসুন তবে আর দেরি না করে এই ফোন গুলি একবার দেখে নেওয়া যাক।

HUAWEI P30 PRO

Huawei P30 Pro ফোনটি ভারতে 71,990 টাকায় লঞ্চ করা হয়েছে আর এই ডিভাইসটি 8GB র‍্যাম আর 256GB স্টোরেজের সঙ্গে এসেছে। এই Huawei P30 Pro ফোনে আপনারা 6.47 ইঞ্চির ফুল HD+(1080×2340 p) OLED ডিসপ্লে পাবেন আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনে ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে আছে। Huawei P30 Pro ফোনটিতে অক্টা কোর কিরিন 980 প্রসেসার আছে আর এটি মালি G76 GPU যুক্ত। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর EMUI 9.1 আছে।

SAMSUNG GALAXY S10 PLUS

Samsung Galaxy S10+ ফোনটিতে Exynos 9820 অক্টা কোর প্রসেসার 8GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ আছে। আর এই ফোনের ইন্টারনাল স্টোরেজকে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যায় মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে। Samsung Galaxy S10+ ফোনটি ট্রিপেল ক্যামেরা সেটআপ যুক্ত যা 12MP + 16MP + 12MP ক্যামেরার সঙ্গে এসেছে। আর এই ফোনে জুমিংয়ের জন্য টেলিফটো লেন্স, রেগুলার ক্ল্যারের জন্য ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর ল্যান্ডস্কেপ আর আল্ট্রা ওয়াইড সেন্সার আছে। আর এই ফোনে ডুয়াল ফ্রন্ট ক্যামেরাতে 10MP+8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

SAMSUNG GALAXY S10

Samsung Galaxy S10 ফোনটিতে AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে একে ইনফিনিটি O ডিসপ্লে বলা হয়েছে। আর এই স্যামসাংফোনের ডিসপ্লে কোম্পানির ফ্ল্যাগশিপ ফোনের জন্য তৈরি করা হয়েছে। আর এর সঙ্গে এটি বিশ্বের প্রথম ডিভাইস যা  HDR10+ য়ের সঙ্গে এসেছে। আর এই ফোনে আপনার 8GB র‍্যাম পাবেন।

SAMSUNG GALAXY S10

Samsung Galaxy S10 ফোনটিতে AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে একে ইনফিনিটি O ডিসপ্লে বলা হয়েছে। আর এই স্যামসাংফোনের ডিসপ্লে কোম্পানির ফ্ল্যাগশিপ ফোনের জন্য তৈরি করা হয়েছে। আর এর সঙ্গে এটি বিশ্বের প্রথম ডিভাইস যা  HDR10+ য়ের সঙ্গে এসেছে। আর এই ফোনে আপনার 8GB র‍্যাম পাবেন।

VIVO NEX

Vivo NEX ফোনটিএ বেশ কিছু দারুন ফিচার্স দেওয়া হয়েছে আর এই ডিভাইসে 8GB র‍্যাম দেওয়া হয়েছে। এই ডিভাইসে দারুন ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি, ভাল ক্যামেরা আছে। আর এই ফোনটিতে 6.59 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজিলিউশান 1,080 x 2,316 পিক্সাল।

OPPO R17 PRO

Oppo R17 Pro স্মার্টফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 অক্টা কোর প্রসেসার আছে। আর এই ইউজার্সরা এই ফোনে 8GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। Oppo R17 Pro ফোনটিতে 3700mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে কোম্পানি VOOC প্রযুক্তি দিয়েছে। আর এই ওপ্পো ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। Oppo R17 Pro 6.4 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লের ফবন আর এই ফোনে ওয়াটার ড্রপ নচ আছে। আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 91.5% আর এই ফোনটিতে লেটেস্ট কর্নিং গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে।

OPPO FIND X

এই Oppo Find X ফোনটিতে 8GB/256GB  স্টোরেজ আছে। আর এই ফোনটি 6.4 ইঞ্চির FHD+ ডিসপ্লে যুক্ত আর এই ফোনে আপনারা বেজেল লেস স্ক্রিন টু বডি রেশিও পাবেন যা 91.8%। আর এই Oppo Find Xফোনটিতে 16MP+20MP র ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে আর এই ফোনের ফ্রন্টে আপনারা 25MP র AI ক্যামেরা পাবেন।

ASUS ROG PHONE

Asus য়ের এই স্মার্টফোনটি একটি ROG ফোন আর গেমিং ফোনে UI নির্ভর অ্যান্ড্রয়েড ওরিও আছে। আর এই ফোনে আপনারা 6 ইঞ্চির ফুল HD+ (1080×2160 pixels) AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনের রিফ্রেস রেট 90Ghz। আর এই ফোনটিতে 8GB র‍্যাম আছে আর এর ইনবিল্ট স্টোরেজ 128GB। ফোনটির স্পিড আর মাল্টিটাস্কিঙ্গের জন্য 2.96GHz কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 SoC আছে। আর এই ফোনে কোয়াল্কম অ্যাড্রিনো Adreno 630 GPUআছে। আর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা আর সেন্সার আছে। ফোনে 12MP র (Sony IMX363 sensor, f/1.7 aperture) আর 8MP র (120-degree wide angle) সেন্সার দেওয়া হয়েছে। আর এই ফোনের ফ্রন্টে আপনারা একটি 8MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে 4000mAh য়ের ব্যাটারি আছে।

OPPO R17

Oppo R17 ফোনটিতে আপনারা 6.4 ইঞ্চির ডিসপ্লে পাবেন যা 2340×1080 পিক্সাল যুক্ত। আর এই ফোনে মানে Oppo R17ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 670 অক্টা কোর প্রসেসার আছে। আর এটি 2.9GHz য়ে ক্লকড। Oppo R17ফোনটি ভারতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগ ন 610 প্রসেসার আর 8GB র‍্যামের সঙ্গে এসেছে।

ONEPLUS 6T

OnePlus 6T ফোনটিতে আপনারা 6.41 ইঞ্চির অকপ্টিক  AMOLED 19.5:9 ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজিলিউশান 2340x1080p। আর এই ফোনের পিক্সাল ডেনসিটি 402 PPI যুক্ত। স্ক্রিনটিতে কর্নিং গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান আছে। আর এই ফোনে মানে OnePlus 6T ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 SOC যুক্ত আর এর ক্লক স্পিড 2.8GHz পর্যন্ত।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Connect On :