HIGHLIGHTS
সাওমির এমন কিছু স্মার্টফোনের কথা আমরা বলব যা ভারতে আসতে চলেছে
এই সময়ে ভারতের মোবাইল ফোনের বাজারে যে কোম্পানি গুলি নিজেদের আলাদা জায়গা করে নিয়েছে তার মধ্যে অন্যতম হল সাওমি। আর এবার আজকে আমরা এখন সেই সাওমিরই এমন কিছু স্মার্টফোনের বিষয়ে কথা বলব যা ভারতে আসতে চলছে।
SurveyXiaomi Mi A2 Lite (Redmi 6 Pro) 4GB 26 আগস্ট 2018 সালে লঞ্চ হবে এই ফোনে 5.84 ইঞ্চির ডিসপ্লে থাকবে যা 1080×2280 পিক্সালের। এই স্মার্টফোনটিতে অক্টা-কোর কোয়াল্কম MSM8953 স্ন্যাপড্র্যাগন 625 আর 4GB র্যাম থাকবে।
Xiaomi Mi7 স্মার্টফোনটি 2019 সালের 30 জুলাই লঞ্চ হবে আর এটি 5.65 ইঞ্চির ডিস প্লে আর 1080×2160 রেজিলিউশানের সঙ্গে আসবে। এই স্মার্টফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসার আর 6GB র্যাম থাকবে।
Xiaomi Mi 7 Plus স্মার্টফোনটি 2018 সালের 30 নভেম্বর আসবে আর এই ফোনটিতে 6ইঞ্চির ডিসপ্লে অক্টাকোর স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসারের সঙ্গে থাকবে আর এতে 6GB র্যামও থাকবে।