আজকে এখানে হনারের বা Xiaomi র Poco ফোনও কিনতে পারবেন
ফ্লিপকার্টে আজকে আপনারা দারুন সব স্মার্টফোনে দারুন অফার পেতে পারেন। আজকে এখানে রিয়েলমি থেক আসুসের মতন ফোন যেমন কেনা যাচ্ছে,তেমনি আপনারা আজকে এখানে হনারের বা Xiaomi র Poco ফোনও কিনতে পারবেন। আসুন তবে আজকের এই অফার গুলি ভাল করে দেখে নেওয়া যাক।
Honor 9N
আজকে ফ্লিপকার্টে এই হনারের ফোনটি আপনারা মাত্র 8,999 টাকায় কিনতে পারবেন আর সাইটে এর আসল দাম 13,999 টাকা বলা হয়েছে। এই ফোনটিতে 3GB র্যাম আর 32GB স্টোরেজ দেওয়া হেয়ছে। আর এই ফোনটিতে 13+2MP ডুয়াল রেয়ার ক্যামেরা আর 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।এখান থেকে কিনুন।
Realme 2 Pro
এই ফোনটি আপনারা আজকে 12,990 টাকায় কিনতে পারবেন, আর এই ফোনের আসল দাম 14,990 টাকা বলা হয়েছে। আর এই ফোনটিতে 4GB র্যাম আর 64GB স্টোরেজ পাওয়া যাবে। এই ফোনটি আপনারা আইস লেক কালারে কিনতে পারবেন। এই ফোনের ওয়াটার ড্রপ নচে একটি 16MP ক্যামেরা আর ডুয়াল রেয়ার ক্যামেরাতে 16+2MP ক্যামেরা দেওয়ায় হয়েছে।এখান থেকে কিনুন।
Asus ZenFone Max Pro M2
আজকে এই আসুসের ফোনট আপনারা এখানে 9,999 টাকায় কিনতে পারবেন আর এর আসল দাম সাইটে 15,999 টাকা বলা হয়েছে। আর এই ফোনটিতে 3GB র্যামের সঙ্গে 32GB স্টোরেজ পাওয়া যাবে। এটি একটি 6.26 ইঞ্চির ডিসপ্লে যুক্ত ফোন আর এই ফোনে 5,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Honor 10 Lite
আজকে দারুন দেখতে এই ফোনটি সাফায়ার ব্লু কালারে আপনারা মাত্র 13,999টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 16,999 টাকা বলা হয়েছে। আর এই ফোনটিতে 4GB র্যামের সঙ্গে 64GB স্টোরেজ দেওয়া হয়েছে।এখান থেকে কিনুন।
OPPO F9 Pro
আজকে এই ওপ্পোর ফোনটি আপনারা এখানে মাত্র 19,990 টাকায় কিনতে পারবেন, সাইটে এর আসল দাম 25,990 টাকা বলা হয়েছে। এই 6GB র্যাম আর 64GB স্টোরেজের ফোনটিতে আপনারা 16MP+2MP রেয়ার ক্যামেরার সঙ্গে 25MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন। এখান থেকে কিনুন।
POCO F1
Xiaomi র Poco সিরিজের এই ফোনটি আজকে আপনারা 19,999 টাকায় এখান থেকে কিনতে পারবেন। সাইটে এর আসল দাম 21,999 টাকা বলা হয়েছে। আর এটি এই ফোনের 6GB র্যাম আর 64GB স্টোরজের দাম। এই ফোনটিতে 4000mAh য়ের ব্যাটারির সঙ্গে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসার দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে পরিবর্তন করা হতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।