Smartron tphone P স্মার্টফোনটি নতুন গোল্ড কলার ভেরিয়েন্টে লঞ্চ হল

HIGHLIGHTS

এই ভেরিয়েন্টটির দাম 7,999টাকা আর এই ডিভাইসটি 22এপ্রিল রাত 11:59য়ে Flipkartয়ে কিনতে পাওয়া যাবে

Smartron tphone P স্মার্টফোনটি নতুন গোল্ড কলার ভেরিয়েন্টে লঞ্চ হল

Smartron tphone P স্মার্টফোনটি এই বছরের প্রথম দিকে ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছিল। আর এই স্মার্টফোনটি ব্ল্যাক কালার অপশানে 7,999টাকায় লঞ্চ করা হয়েছিল,কিন্তু এবার কোম্পানি এই ফোনটির নতুন গোল্ড এডিশান লঞ্চ করেছে। আর এই ফোনটির 22এপ্রিল রাত 11:59য়ে Flipkartয়ে কিনতে পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

tphone P ফোনটি গোল্ড এডিশানটি সোশ্যাল মিডিয়াতে প্রচার করার জন্য কোম্পানি “Sona Kahan Hai” ক্যাম্পেনের জন্য ডিস্কো সম্রাট বিখ্যাত বাঙালি বাপি লাহিড়ীর সঙ্গে চুক্তি করেছে, জিনি তার সোনা প্রিতির জন্যেও সমান ভাবে খ্যাত।  Smartron tphone P স্মার্টফোনটির সবথেকে বড় বৈশিষ্ট্য এর ব্যাটারি। এই ফোনটিতে 5000mAhয়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই 5.2ইঞ্চির ডিসপ্লে যুক্ত ফোনটি HDIPS ডিসপ্লে যুক্ত। আর এর রেজিলিউশান 1280×720পিক্সাল আর এটি একটি 2.5Dকার্ভড ডিসপ্লে যুক্ত।

Paytm মলে এই অসাধারন অফার গুলি পাওয়া যাচ্ছে

এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 435 MSM8940 অক্টা কোর প্রসেসার যুক্ত। আর এর সঙ্গে 505GPUও দেওয়া হয়েছে। আর এই ফোনটি একটি ডুয়াল সিমের ফোন, আর এই ফোনটি OTGপরিষেবা চার্জিং সাপোর্ট করে আর এটি সম্পূর্ণ মেটাল বডির ফোন।

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন

আর এই ফোনটির ক্যামেরা কেমন তা যদি আমরা দেখি তবে দেখা যাবে যে এই ফোনটিতে একটি 13MP’র রেয়ার ক্যামেরা আছে যা LEDফ্ল্যাশ যুক্ত আর এতে PDAF ফিচার আছে। ফোনটিতে 5MP’র ফ্রন্ট ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরাটিLED ফ্ল্যাশ যুক্ত। আর এই ফোনে ফিঙ্গার প্রিন্ট সেন্সারও দেওয়া হয়েছে, যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo