এই স্মার্টফোনটি ফ্লিপকার্টে এক্সক্লিউশিভ ভাবে পাওয়া যাচ্ছে
ইলেক্ট্রনিক্স জিনিস তৈরির সংস্থা Sansui গত মাসে ভারতে Sansui Horizon 1 লঞ্চ করেছিল। এবার কোম্পানি ভারতে Sansui Horizon 2 লঞ্চ করেছিল।
ভারতে এই ডিভাইসটির দাম Rs 4,999 রাখা হয়েছে। এই স্মার্টফোনটি ফ্লিপকার্টে এক্সক্লিউশিভ ভাবে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটি দুটি কালার ভেরিয়েন্ট সিলভার আর রোজ গোল্ড অপশনে পাওয়া যাচ্ছে।
এই ডিভাইসে 5.0 ইঞ্চির HD IPS ডিসপ্লে আছে। এই ডিভাইসের রেজিলিউশন 1280 x 720p। এই ডিভাইসে কোয়াড-কোর মিডিয়াটেক MT6737VW প্রসেসার আছে। এই ডিভাইসে 2GB র্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ আছে।
এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটে কাজ করে। এই ডিভাইসের ব্যাটারি 2450mAh। এতে 8 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 5 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে। এই ডিভাইসে 4G VoLTE, WiFi (802.11 b/g/n), ব্লুটুথ 4.0 আর GPS আছে।