SAMSUNG GALAXY A51 5G ফোনের কাজ হচ্ছে ভারতে তাড়াতাড়ি আসবে গ্যালাক্সি A51

SAMSUNG GALAXY A51 5G ফোনের কাজ হচ্ছে ভারতে তাড়াতাড়ি আসবে গ্যালাক্সি A51
HIGHLIGHTS

পরবর্তী 5G ফোনটি Galaxy A51 5G নামে আসবে

ভারতে তাড়াতাড়ি Galaxy A51 লঞ্চ হবে

স্যামসাং তাদের 5G ফোনের ওপরে কাজ করছে যা গ্যালাক্সি A সিরিজের ফোন। নতুন রিপোর্ট অনুসারে স্যামসাংয়ের গ্যালাক্সি S51 ভেরিয়েন্টে কাজ করছে যা 5G সাপর্ট করবে আর গ্যালাক্সি A51 5G ফোনের নামে এই ফোনটি আসতে পারে।

SamMobile য়ের রিপোর্ট অনুসারে গ্যালাক্সি A51 5G ফোনের মডেল নাম্বার SM-A516N হবে। আর এই মডেল নাম্বারের N কোরিয়ান মার্কেটে 5G ডিভাইস লঞ্চ করবে। আর আপনাদের মনে করিয়ে দি যে রেগুলার A51 মডেলের নাম্বার SM-A515F।

রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনটি 128GB স্টোরেজের সঙ্গে আসবে আর এই ফোনটি দক্ষিণ কোরিয়াতে আসবে। আর রেগুলার A51 এক্সিয়ন্স 9611 চিপসেটের সঙ্গে আসবে যা 5G কানেক্টিভিটি যুক্ত হবে না। আর স্যামসাং তাদের Exynos 9611 SoCতে ইন হাউস Exynos 5100 5G modem  অ্যাড করেছে কারন তবে তারা তাদের ন্দুন 5G SoC/ মিডিয়াটেকের নতুন ডমিনেস্টি 10005G চিপসেট দেবে।

আর এর মধ্যে স্যামসাং তাড়াতাড়ি ভারতে তাদের  Galaxy A51 ডিভাইসটি লঞ্চ করতে পারে। আর এই নতুন স্যামসাং গ্যালাক্সি A51 ফোনটি ইনফিনিটি O S AMOLED ডিসপ্লের সঙ্গে আসবে আর এই ফোনে 6.5 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে যার রেজিলিউশান 1o080x2400 পিক্সাল। আর এই ফোনে আপনারা পাবেন ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

 Galaxy A51 ফোনে আপনারা এক্সিয়ন্স 9611 2.3GHz অক্টা কোড় প্রসেসার আছে আর এই ফোনে 4GB র‍্যামের সঙ্গে 6GB আর 8Gb র‍্যাম থাকবে। আর এই ফোনের স্টোরেজ 64Gb আর 128Gb র হবে। আর এই ফোনে আপনারা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করতে পারবেন।

ছবি তোলার ক্ষেত্রে এই ফোনে আছে 32Mp র সেলফি ক্যামেরা আর এই ফোনের রেয়ার মেন ক্যামেরা 48Mp র আর সঙ্গে আছে 5Mp র দুটি ক্যামেরা যার একটি ডেপথ সেন্সার আর একটি ম্যাক্রো লেন্সের আর সঙ্গে আছে একটি 12Mp র আল্ট্রাওয়াইড ক্যামেরা।

এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 OS নির্ভর One UI 2.0যুক্ত। আর এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন। ফোনে আছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট।

Digit.in
Logo
Digit.in
Logo