আশা করা হচ্ছে যে এই দিন ভারতে স্যামসং Galaxy S9 নিয়ে আসতে পারে
অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে এবার একটি নতুন পেজের লিস্ট দেখা গেছে। আর এই পেজে “স্যামসং গ্যালাক্সি”র লোগোর সঙ্গে একটি বড় সাইজের '9' দেখতে পাওয়া গেছে। এই পেজটি অনুসারে স্যামসং ভারতে 25ফেব্রুয়ারি থেকে তাদের নিজেদের একটি নতুন ডিভাইস নিয়ে আস্তে পারে। এটা পরিষ্কার জে এই ডিভাইস টি ফ্লিপকার্টে সেলের জন্য পাওয়া যাবে।
এখানে ফ্লিপকার্টে থাকা এই পেজের একটি ভিডিও লিস্ট করা হয়েছে। এই ভিডিওটি প্রধানত এটা বলার চেষ্টা করা হয়েছে যে এই ডিভাইসে কোন পরিবর্তনের সঙ্গে আরও বেশি উন্নত করে নিয়ে আসা হবে। এখানে একটি ইংরেজি শব্দ 'Reimagined' প্রয়োগ করা হয়েছে এর মানে এই যে এবার আশা করাই যায় যে এটি Samsung Galaxy S9 হলে এই ফোনটিতে ইউজার্সরা অনেক নতুন ফিচার্সের সঙ্গে একটি নতুন লুকও পেতে পারে।