এটি একটি অভার দ্যা এয়ার সেল আউট যা সব ডিভাইসের কাছে পৌঁছাতে এক্তু সময় নিতে পারে
Smasug মে মাসের জন্য অ্যান্ড্রয়েড সিকিউরিটী পেজ দেওয়া শুরু করেছে, Galaxy J2 Pro(2018) স্মার্টফোনটিতে কোম্পানি এর আগে এই ডিভাসিএর লেটেস্ট সিকিউরতী পেজ দেওয়া শুরু করেছে। আর এখন এই আপডেট বাংলাদেশের ডিভাইসেও পাওয়া শুরু হয়েছে।
আর এবার এই আপডেটে আসতে চলা কোন পরিবর্তনের বিষয়ে কিছু জানা যায়নি। এটি ওভার দ্যা এয়ার সোল আউটের সব ডিভাইস অব্দি পৌঁছাতে একটু সময় লাগতে পারে। Samsung Galaxy J2 PRo ফোনটির ফিচার্স এবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে কোয়াড কোড় প্রসেসার আর 16GB ইন্টারনাল স্টোরেজ আছে। আর এর সঙ্গে এতে মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করা যেতে পারে। আর Smasung Galaxy J2 Pro স্মার্টফোনটিতে 5ইঞ্চির ডিসপ্লে আছে আর যা একটি সুপার AMOLED ডিসপ্লে। আর এই ডিসপ্লের রেজিলিউশান QHD।
এই ফোনটিতে একটি 1.5GB র্যাম আছে আর ডিভাইসে 1.4GHz যুক্ত প্রসেসাএর আছে। আর এই ফোনে মাইক্রো-সিম কার্ড স্লট আছে। এই ফোনের অপটিক্সের বিষয়ে যদি কথা বলা হয় তবে দেখা জবে যে এই ফোনে 8MP’র রেয়ার ক্যামেরা আছে যাতে LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে। আর এতে 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। আর এর ব্যাটারি 2,600mAH.