Samsung Galaxy S9 আর Samsung Galaxy S9 স্মার্টফোনটির 128GB ভেরিয়েন্টটি ভারতে লঞ্চ হল

Samsung Galaxy S9 আর Samsung Galaxy S9 স্মার্টফোনটির 128GB ভেরিয়েন্টটি ভারতে লঞ্চ হল
HIGHLIGHTS

সম্প্রতি Samsung Galaxy S9 আর Samsung Galaxy S9+ ফোন দুটি ভারতে 64GB আর 256GB স্টোরেজে লঞ্চ হয়েছিল

Samsung Galaxy S9 আর Samsung Galaxy S9+ স্মার্ট ফোন দুটির 128GB ভেরিয়েন্টটি ভারতে কাইকে না জানিয়েই চুপিসারে কোম্পানি লঞ্চ করে দিয়েছে। আমরা জানি যে মাত্র কয়েক সপ্তাহ আগেই এই দুটি স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েছিল সেই সময় এই ফোন দুটির 64GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট ভারতে লঞ্চ হয়েছিল।

গ্যাজেট 360’র একটি রিপোরড়টে বলা হয়েছে যে কোম্পানি তাদের অফলাইন পার্টনারের সঙ্গে এক সঙ্গে এই নতুন ভেরিয়েন্টটি লঞ্চ করেছে। তবে এখনও এটা জানা যায়নি যে এটি অনলাইনে কবে থেকে পাওয়া যেতে পারে। আর এছাড়া আপনাদের এও জানিয়ে রাখি যে এখনও অব্দি এই স্মার্টফোন দুটির 128GB ভেরিয়েন্টটি এখনও ফ্লিপকার্ট বা অ্যামাজনে লিস্ট করা হয়নি।

Flipkart স্মার্টফোন, ল্যাপটপ আর পাওয়ার ব্যাঙ্কের ওপর ডিস্কাউন্ট দিচ্ছে

Samsung Galaxy S9 স্মারতি ফোনটির ভারতের দাম

আমরা যদি এই রিপোর্টটি দেখি তবে এটা দেখা গেছে যে Samsung Galaxy S9 স্মার্টফোনটির 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি রিটেল স্টোরে প্রায় 61,900 টাকায় সেল করা যাবে। আর এছাড়া এই স্টোরেজ ভেরিয়েন্টটির সঙ্গে Samsung Galaxy S9+ স্মার্টফোনটি 68,900টাকায় কিনতে পাওয়া যাবে। আর এছাড়া আমরা যদি এই স্মার্টফোনের 64GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম দেখি তবে দেখা যাবে যে এই স্মার্টফোন গুলি মানে Samsung Galaxy S9 যথাক্রমে 57,900 টাকা আর 65,900 টাকায় পাওয়া যাচ্ছিল আর এছাড়া Samsung Galaxy S9+ স্মার্টফোনটি যথাক্রমে 64,900টাকা আর 72,900টাকায় পাওয়া যায়।

Samsung Galaxy S9 আর Samsung Galaxy S9+ য়ের ফিচার্স আর স্পেসিফিকেশান

Samsung Galaxy S9 আরS9+ ফোন দুটির ফিচার্স কেমন তা যদি দেখা যায় তবে দেখা যাবে যে Galaxy S9 ফোনটিতে 5.8-ইঞ্চির কোয়াড HD+কার্ভড সুপার AMOLED ডিসপ্লে আছে আর সেখানে S9+ ফোনটিতে 6.2-ইঞ্চির কোয়াড HD+ কার্ভড সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর দুটি ফোনই IP68 সার্টিফায়েড। Galaxy S9 ফোনটিতে সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, আর সেখানে S9+ ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা আছে। আর দুটি ফোনেই সামনের দিকে 8MP’র ক্যামেরা আছে।

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন
 

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

Galaxy S9 ফোনটিতে 4GB র‍্যামের সঙ্গে 64GB/128GB/256GB স্টোরেজ অপশান আছে আর এর স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 400GB অব্দি বাড়ানো যায়। আর সেখানে S9+ ফোনটিতে 6GB র‍্যামের সঙ্গে 64GB/128GB/256GB স্টোরেজ অপশান আছে। আর এই স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 400GB অব্দি বাড়ানো যায়। আর এবার আমরা দেখি যে Galaxy S9 ফোনটিতে কেমন ব্যাতারই দেওয়া হেয়ছে, এই ফোনে একটি 3000mAh য়ের ব্যাটারি আছে আর S9+ ফোনটিতে একটি 3500mAhয়ের ব্যাটারি দেওয়া হয়েছে। দুটিই ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo