স্পেনের বার্সেলোনায় ২৭ ফেব্রুয়ারি শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৭-এ ‘বেস্ট মোবাইল হ্যান্ডসেটস অ্যান্ড ডিভাইস’ বিভাগে সেরা ফোনের স্বীকৃতি পেয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের গ্যালাক্সি S7 এজ স্মার্টফোনটি।
আরও দেখুন : নকিয়া এবং #HMD গ্লোবাল তার নতুন নকিয়া 3310 কে চালু করে..
স্যামসাং ইলেকট্রনিকসের বৈশ্বিক পণ্য পরিকল্পনা ও মোবাইল যোগাযোগ ব্যবসা বিভাগের ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘গ্যালাক্সি S7 এজের ক্ষেত্রে কারিগরি ডিজাইন ও উদ্ভাবনের জন্য স্বীকৃতি পেয়ে আমরা সম্মানিত। এ সম্মান আমাদের ধারাবাহিক প্রচেষ্টার ফল।’
প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারি মাসে গ্যালাক্সি S7 এজ ফোনটি বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। ওই সময় ফোনটির দাম ধরা হয় ৭৯ হাজার ৯০০ টাকা।
আরও দেখুন : জিও চালু করলো নতুন একটি প্লান, এবার পাওয়া যাবে 125GB 4G ডাটা
আরও দেখুন : জিওকে টেক্কা দিতে অবিশ্বাস্য ডেটা অফার দিচ্ছে Airtel