Samsung Galaxy S25
Samsung Galaxy Unpacked Event আগামী 22 জানুয়ারি হতে চলেছে। এই ইভেন্টের অধীর আগ্রহে অপেক্ষা করছে গ্রাহকরা। স্যামসাং ইভেন্টে লঞ্চ হবে Galaxy S25, Galaxy S25+ এবং Galaxy S25 Ultra স্মার্টফোন। আপকামিং স্যামসাং গ্যালাক্সি এস24 এর তুলনায় একগুচ্ছ আপগ্রেড সহ আসবে। আপকামিং স্যামসাং গ্যালাক্সি এস25 ফোনে AI এবং ক্যামেরা পারফরম্যান্স হিসেবে আপগ্রেডেড হবে।
লঞ্চের আগেই সিরিজের সম্পর্কে একগুচ্ছ ডিটেল প্রকাশ হয়েছে। এখন আপকামিং ফোনের দাম প্রকাশও হয়ে গেছে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং স্যামসাং গ্যালাক্সি এস25 ফোনে কী বিশেষ থাকবে।
আরও পড়ুন: 365 দিন পর্যন্ত 600 জিবি ডেটা, আনলিমিটেড কলিং, একগুচ্ছ সুবিধা BSNL এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান
আপকামিং স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট 22 জানুয়ারি রাত 11.30 টায় কোম্পানির ওয়েবসাইট এবং ইউটিউব থেকে লাইভ দেখা যাবে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস25 ফোনের বেস মডেলের দাম 84,999 টাকা থেকে শুরু হতে পারে। এতে 12GB RAM এবং 256GB স্টোরেজ থাকবে। টপ মডেল 12GB RAM এবং 512GB স্টোরেজের দাম 94,999 টাকা হতে পারে।
গ্যালাক্সি এস25 প্লাস এর 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ বেস মডেলের দাম 1,04,999 টাকা হতে পারে। এছাড়া 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ হাই-এন্ড ভ্যারিয়্যান্টের দাম 1,14,999 টাকা হবে বলে আশা করা হচ্ছে।
সাউথ কোরিয়ান টেক কোম্পানি ভারতে গ্যালাক্সি এস25 সিরিজের প্রি-রিজার্ভ শুরু হয়েছে। এতে গ্রাহকরা 5000 টাকা পর্যন্ত সুবিধা নিতে পারবেন। গ্রাহকরা কোম্পানির অফিসিয়াল সাইট, স্যামসাং এক্সক্লুসিভ স্টোর এবং অনলাইন এবং অফলাইন রিটেল স্টোর থেকে প্রিবুকিং করা যাবে।
আরও পড়ুন: Realme 14 Pro+ 5G ভারতে লঞ্চ, 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ ফোনের দাম কত