Samsung Galaxy On Nxt 16 GB ভারতে লঞ্চ হল, এই ফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা আছে

Updated on 02-Jan-2018
HIGHLIGHTS

এই ডিভাইসটিতে 13MP’র রেয়ার ক্যামেরা আর 8MP’র ফ্রন্ট ক্যামেরা যুক্ত আর এই ডিভাইসের ফ্রন্টে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে

স্যামসং এর Galaxy On Nxt 16 GB ভারতে লঞ্চ হয়েছে আর খুব তাড়াতাড়ি এই ফোনটি ফ্লিপকার্টে সেলের জন্য পাওয়া যাবে। স্যামসং এর এই ডিভাইসটির দাম 10,999 টাকা।
এবার এই ডিভাইসটির স্পেশিফিকেশান কেমন তা দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে আর এটি 2.5D গোরিলা গ্লাস প্রোটেকশান যুক্ত। এটি একটি ডুয়াল সিমের স্মার্টফোন, তবে এই ফোনটিতে হাইব্রিড সিম স্লট নেই।
এই ডিভাইসটিতে 3 GB র‍্যাম আর 16 GB’র ইন্টারনাল স্টোরেহ আছে যা 256 GB অব্দি বাড়ানো যায় আর এই ডিভাইসে এক্সিয়ন্স 7870 অক্টা কোর 1.6 GHz প্রসেসার আর 3300 mAh এর ব্যাটারি আছে।
এই ফোনটির অপটিক্স কেমন তা একবার দেখে নেওয়া যাক, এই ডিভাইসে 13MP’র রেয়ার ক্যামেরা আর 8MP’র ফ্রন্ট ক্যামেরা আছে। এই ডিভাইসের ফ্রন্টে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে।

Connect On :